বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভিভো মার্চ মাসে হোম মার্কেট চীনে তাদের শক্তিশালী ফোল্ডেবল Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এবার লিকের মাধ্যমে এই সিরিজের প্রো মডেল ভারতে পেশ করা হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এর আগে ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়া ওয়েবসাইট (BIS) দেখা গিয়েছিল। তাই সম্প্রতি লিক সঠিক বলে মনে করা হচ্ছে।
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X Fold 3 Pro ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
টিপস্টার পারস গুগলানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Vivo X Fold 3 Pro স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছে।
নীচে দেওয়া দেখা গেছে Vivo X Fold 3 Pro ফোনটি ভারতে 2024 সালের জুন মাসে পেশ করা হবে বলে জানানো হয়েছে।
চীনে Vivo X Fold 3 Pro ফোনটি যে প্সেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে ভারতেও সেই একই ফিচার ও প্সেসিফিকেশন সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
চীনে Vivo X Fold 3 Pro ফোনটি দুটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম CNY 9,999 অর্থাৎ প্রায় 1,17,001 টাকা রাখা হয়েছে।
এই ফোনের 16GB RAM + 1TB স্টোরেজের দাম CNY 10,999 অর্থাৎ প্রায় 1,26,941 টাকায় সেল করা হয়।
চীনের থেকে কিছুটা কম দামে ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ কোম্পানি প্রায়ই চীনের তুলনায় কিছুটা কম দামেই ভারতে ফোন পেশ করে থাকে।
On the way……….. 🇮🇳🇮🇳
June 2024! pic.twitter.com/iVYARTLLBi
— Paras Guglani (@passionategeekz) May 9, 2024
Vivo X Fold 3 Pro এর স্পেসিফিকেশন (চীন)
ডিসপ্লে: Vivo X Fold 3 Pro ফোনে 2480×2200 পিক্সেল রেজোলিউশন সহ 8.03 ইঞ্চির ইনার ফোল্ডিং স্ক্রিন এবং 6.53 ইঞ্চির আউটার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের দুটি প্যানেল এমোলেড LTPO, 120Hz রিফ্রেশ রেট , 4,500নিটস ব্রাইটনেস, ডালবি এবং HDR10+ ফিচার সাপোর্ট করে।
প্রসেসর: এই শক্তিশালী ফোল্ডেবল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো জিপিউ রয়েছে।
বাজারে লঞ্চ হচ্ছে HMD-র নতুন ফোন! পাবেন সেরা ক্যামেরা-সহ দারুণ ফিচার্স
স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM +1TB পর্যন্ত UFS4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: Vivo X Fold 3 Pro ফোনে OIS সহ 50MP আলট্রা সেন্সিং প্রাইমারি ক্যামেরা, 64MP 3x টেলিফটো লেন্স এবং রেয়ার প্যানেলে 50MP আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: Vivo X Fold 3 Pro ফোনে 100W ফ্ল্যাশ চার্জিং, 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং এবং 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।