ভিভো এক্স১০০-এ থাকবে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের নভেম্বরে আত্মপ্রকাশ করবে ভিভো এক্স১০০ সিরিজ। ফটোগ্রাফির জন্য বিশেষভাবে এ সিরিজ তৈরি করা হয়েছে। এতে এক্স১০০, এক্স১০০ প্রো ও এক্স১০০ প্রোপ্লাস—এ তিনটি মডেল থাকার গুঞ্জন রয়েছে। এগুলোর মধ্যে এক্স১০০ প্রোপ্লাসে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত এ বৈশিষ্ট্য বাজারে আকর্ষণ তৈরি করেছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এ বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া গেছে।

সেখানের তথ্যানুযায়ী, এটি মূলত কাস্টম নির্মিত ক্যামেরা সেন্সর। উইবো পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানায়, ভিভো এক্স১০০ প্রোপ্লাসে থাকা ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে সেন্সরটি সনি আইএমএক্স৮৯০ ও ৮৬৬ মডেলকে ছাড়িয়ে গেছে।

আরেকটি সূত্র জানায়, ক্যামেরা সেন্সরটির নাম দেয়া হয়েছে স্যামসাং এইচপিভি। হালকা ওজনের ক্যামেরা সেন্সরটি স্যামসাংয়ের এইচপি৩নির্ভর হতে পারে। যার আকার ১ বা ১ দশমিক ৪ ইঞ্চি এবং এতে তিন-পাঁচ গুণ জুমিং সক্ষমতা থাকবে। তবে টিপস্টারদের দাবি এর মাধ্যমে ব্যবহারকারীরা ১০ গুণ জুমিং সুবিধা পাবেন।