বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত নভেম্বর মাসে চীনে ভিভো তাদের X100 সিরিজ পেশ করেছিল। এবার এই সিরিজের Vivo X100 এবং Vivo X100 Pro ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এই দুটি ফোনে LTPO কার্ভ AMOLED 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা, 120 ওয়াট ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মতো বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। নিচে এই দুটি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।
Vivo X100 এবং Vivo X100 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo X100 বং Vivo X100 Pro ফোনে 6.78-ইঞ্চির LTPO এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1.5K পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, HDR10+, 120Hz রিফ্রেশরেট, 3000 নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: উভয় ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Immortalis-G720 জিপিইউ যোগ করা হয়েছে।
স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X/LPDDR5T RAM + 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে।
Vivo X100 এর ক্যামেরা: Vivo X100 ফোনে OIS ও LED ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony IMX920 VCS বায়োনিক প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 64MP টেলিফটো ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
Vivo X100 Pro এর ক্যামেরা: এই ফোনে OIS ও LED ফ্ল্যাশের সঙ্গে 50MP 1-ইঞ্চি Sony IMX989 VCS বায়োনিক প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP 1/2″ APO টেলিফটো ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এছাড়াও এতে একটি ডেডিকেটেড V3 ইমেজিং চিপ রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য উভয় ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Vivo X100 ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি এবং Vivo X100 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, হাই ফাই অডিও টেকনোলজি এবং IP68 রেটিং রয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5G SA/NSA, 4G VoLTE, ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 এর মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
ওএস: এই দুটি ফ্ল্যাগশিপ ফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 14 এ কাজ করে।
ivo X100 এবং Vivo X100 Pro এর গ্লোবাল দাম
* Vivo X100 এবং Vivo X100 Pro ফোনদুটি কোম্পানি গ্লোবাল মার্কেটে দুটি করে স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। এতে 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB মেমরি যোগ করা হয়েছে।
* ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত উভয় ফোনের ইউরোপীয় দাম শেয়ার করেনি। তবে সিরিজের প্রো ফোনটি হংকঙে HK$7,998 অর্থাৎ প্রায় 85,000 টাকা দামে সেল করা হবে।
* অন্যদিকে Vivo X100 মডেলের দাম HK$5,998 অর্থাৎ প্রায় 63,000 টাকা রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।