দুর্ধর্ষ ফিচার নিয়ে বাজারে লঞ্চ হলো ভিভোর নতুন ২টি স্মার্টফোন

ভিভো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাইনিজ টেক কোম্পানি ভিভো শীঘ্রই বাজারে তাদের এক্স সিরিজে নতুন ফোন পেশ করতে পারে। এই সিরিজে Vivo X100 এবং Vivo X100 Pro পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

ভিভো

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা না হলেও গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন সহ এই ফোন 3সি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুটি ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo X100 এবং X100 Pro এর 3সি লিস্টিং : 3C লিস্টিঙে Vivo X100 ফোনটি V2309A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। একইভাবে Vivo X100 Pro ফোনটি V2324A মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। ওয়েবসাইট থেকে জানা গেছে উভয় ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।

এই ফোনে 5G কানেক্টিভিটি যোগ করা হতে পারে। জানিয়ে রাখি অকাতফ্রমে দেখার পর মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফোন চীনে লঞ্চ করা হতে পারে। ঘরোয়া মার্কেটে লঞ্চের পর এই ফোন অন্যান্য বাজারেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Vivo X100 এবং Vivo X100 Pro এর লঞ্চ টাইমলাইন : লিক অনুযায়ী মিডিয়াটেক আগামী 6 নভেম্বর ডায়মেনসিটি 9300 প্রসেসর পেশ করবে। Vivo X100 এবং Vivo X100 Pro ফোনে এই চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

এই কারণেই মনে করা হচ্ছে এই চিপসেট কঞ্চের পর সম্ভবত 13, 14 বা 15 নভেম্বর এই ফোন লঞ্চ করা হবে।

Vivo X100 এবং Vivo X100 Pro এর স্পেসিফিকেশন (লিক) : লিক অনুযায়ী Vivo X100 ফোনে Sony IMX920 প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটিতে 5,100mAh ব্যাটারি এবং 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। এই তথ্য 3সি সাইট থেকে জানা গেছে।

Vivo X100 Pro ফোনে Sony IMX989 প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এতে 5,400mAh ব্যাটারির সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। তবে 3সি সাইটে এই ফোনে 120W ফাস্ট চার্জিং থাকবে বলে জানা গেছে।

বিশ্বের কাছে জনপ্রিয় হলেও স্থানীয়দের কাছে অভিশপ্ত এই লবণের পাহাড়

জানিয়ে রাখি একটি অন্য রিপোর্ট থেকে জানা গেছে X100 এবং 100 Pro ফোনে IMX663 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে।