বিনোদন ডেস্ক : মোবাইল কোম্পানি ভিভো তাদের এক্স সিরিজের ফোন সব সময়ই প্রিমিয়াম ক্যাটাগরিতে পেশ করা হয়ে থাকে। এখনও পর্যন্ত এই সিরিজের যেসব ফোন লঞ্চ করা হয়েছে সেগুলিতে শক্তিশালী স্পেসিফিকেশন এবং সুন্দর ডিজাইন দেওয়া হয়েছিল। এবার কোম্পানি তাদের এক্স সিরিজের পরিধি আরও বাড়িয়ে X100 সিরিজ লঞ্চ করতে পারে।
এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে X100, X100 Pro এবং X100 Pro+ ফোনগুলি লঞ্চ করা হবে জানা গেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি। তবে এই সিরিজের টপ মডেল Vivo X100 Pro+ এর ডিটেইলস প্রকাশ্যে এসে গেছে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ লঞ্চ হল নতুন জিও রিচার্জ
টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল মাইক্রো ব্লগিং সাইট Weibo তে Vivo X100 Pro+ ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।
প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই চিপসেট আগামী অক্টোবর মাসে লঞ্চ হবে।
স্টোরেজ: Vivo X100 Pro+ ফোনটিতে 16GB বা 24GB LPDDR5 RAM + 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত 50-মেগাপিক্সেলের Sony IMX989 প্রাইমারি সেন্সর থাকতে পারে। এর সঙ্গে 50MP IMX598 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50-মেগাপিক্সেলের IMX758 পোর্ট্রেট লেন্স এবং সবচেয়ে বড় বিশেষত্ব 200-মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনে পেরিস্কোপ জুম লেন্স থাকবে। তবে এখনও পর্যন্ত এই ফোনের সেলফি ক্যামেরা ডিটেইলস জানা যায়নি।
ব্যাটারি: এই লিকে ফোনটির ব্যাটারি সম্পর্কে কিছু বলা হয়নি।
অন্যান্য: Vivo X100 Pro+ ফোনটি IP68 রেটিঙের সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনে আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
চোখের পলকে বদলে যায় গাড়ির রঙ, নীতা আম্বানির গাড়িটির দাম জানলে চমকে যাবেন
জানিয়ে রাখি Vivo X100 Series সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোন লঞ্চ ডেট জানা যায়নি। বর্তমানে এই আপকামিং সিরিজের সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।