ফাঁস হয়ে গেলো ভিভোর নতুন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধাসহ নতুন স্মার্টফোনের ফিচার

Vivo X100 series

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ “এক্স100’ এ কাজ করছে এবং এই বছরের শেষের দিকে মার্কেটে এই ফোনটি পেশ করা হবে। এই সিরিজে কোম্পানি Vivo X100, Vivo X100 Pro এবং Vivo X100 Pro+ নামের তিনটি শক্তিশালী স্মার্টফোন পেশ করবে। এবার একটি নতুন লিকের মাধ্যমে এই ফোনগুলির কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন জানা গেছে।

Vivo X100 series

Vivo X100 series লঞ্চ টাইমলাইন
কোম্পানি আগেই জানিয়েছে এই বছরই বাজারে ভিভো এক্স100 সিরিজ পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে তিনটি ফোনের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। ভিভো গ্লোবালের চীফ শেন বেই কিছু দিন আগেই জানিয়ে দিয়েছিল X100 সিরিজের ভ্যানিলা মডেল এবং Pro মডেল নভেম্বর, 2023 এর মধ্যে বাজারে পেশ করা হবে। অন্যদিকে সবচেয়ে বড় X100 Pro+ মডেলটি জানুয়ারি, 2024 এ লঞ্চ করা হবে।

Vivo X100 সিরিজের ফিচার (লিক)
নতুন লিক অনুযায়ী Vivo X100 Pro এবং Pro+ মডেলদুটি IP68 রেটিং সহ মার্কেটে পেশ করা হবে। এই দুটি ফোনই ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ হবে। তবে এক্স100 ফোনটির আইপি রেটিং সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সিরিজের তিনটি ফোনেই X-Axis linear motor দেওয়া হবে বলে জানা গেছে।

আরও বলা হয়েছে এক্স100, এক্স100 প্রো এবং এক্স100 প্রো+ তে ডুয়েল স্টেরিও স্পিকার থাকবে। আপকামিং ভিভো ফোনে IR Blaster দেওয়া হবে বলে লিকের মাধ্যমে জানা গেছে। এই ফিচারের দৌলতে ফোনটি টিভি রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে।

Vivo X100 সিরিজের স্পেসিফিকেশন (লিক)
প্রসেসর: লিক অনুযায়ী এক্স100 এবং এক্স100 প্রো মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। অন্যদিকে সিরিজের সবচেয়ে বড় মডেল এক্স100 প্রো+ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।

ডিসপ্লে: লিকে বলা হয়েছে ভিভো তাদের এই আপকামিং সিরিজের ফোনে কার্ভ এজযুক্ত স্ক্রিন যোগ করতে পারে এবং এতে ওএলইডি প্যানেল ব্যাবহার করার সম্ভাবনা আছে। সিরিজের ভ্যানিলা মডেলে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনগুলিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে।

ক্যামেরা: Vivo X100 Pro+ ফোনে 200MP ক্যামেরা দেওয়া হতে পারে। এর সঙ্গে রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল লেন্স থাকতে পারে। সিরিজের X100 Pro মডেলে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এই ফোনগুলিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

RAM ও স্টোরেজ: Vivo X100 Pro ফোনটিতে 16GB RAM দেওয়া হতে পারে। Vivo X100 Pro+ ফোনটিতে 24GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনগুলিতে 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

২ নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X100 সিরিজের ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী কোম্পানি এই ফোনগুলিতে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি যোগ করতে পারে।