দুর্দান্ত ফিচার নিয়ে যেদিন লঞ্চ হতে পারে ভিভো এক্স১০০ সিরিজ

Vivo X100 Series

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বলা হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি এক্সক্লুসিভ ফটোগ্রাফি ফিচার থাকবে। ভিভো এক্স৯০ সিরিজের সাকসেসর ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে।

Vivo X100 Series

এই স্মার্টফোন সিরিজ চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার ১৪ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ। তবে সেইদিন ভারতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে না। সূত্রের খবর, ২০২৪ সাল অর্থাৎ আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসে ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ প্রসঙ্গে ভিভো সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করেনি।

ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো এই দুই মডেল ওই স্মার্টফোন সিরিজের আওতায় ভারতে লঞ্চের কথা রয়েছে। বলা হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি এক্সক্লুসিভ ফটোগ্রাফি ফিচার থাকবে যার সাহায্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যালোকের র‍্যাডিয়েন্স ক্যামেরাবন্দি করা সম্ভব হবে।

চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির 8 LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ভিভো এক্স১০০ সিরিজের ফোনে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। চিনে ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম শুরু হয়েছে CNY 4,999- ভারতীয় মুদ্রায় ৫৬,৫০০ টাকা থেকে। অন্যদিকে ভিভো এক্স১০০ ফোনের দাম শুরু হয়েছে CNY 3,999- ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা থেকে। ভিভো এক্স১০০ সিরিজের দুটো ফোনেই রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ এবং ভিভোর ভি৩ চিপ।

ভিভো এক্স১০০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে ভিভোএক্স১০০ প্রো মডেলে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।

ভারতে লঞ্চ হয়েছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন আইকিউওও ১২ ৫জি : ভারতে লঞ্চ হওয়া এটিই প্রথম ফোন যেখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।

পুরুষের কেমন হাত নারীর কাছে পছন্দনীয়

এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখাএ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর রয়েছে। আইকিউওও ১২ ফোনে রয়েছে একটি ৬০১০ বর্গ মিলিমিটারের ভেপাল কুলিং চেম্বার। আগের মডেলের তুলনায় এই কুলিং চেম্বার প্রায় ৪০ শতাংশ বড়। আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে।