বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখনও পর্যন্ত ভিভো এক্স100 সিরিজের অধীনে এক্স100 এবং এক্স100 প্রো পেশ করা হয়েছে। একইসঙ্গে এক্স100এস লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এবার আরও একটি মডেল Vivo X100s Pro ফোনটি এই সিরিজে যোগ করা হতে পারে।
এই ফোনটি গুগল প্লে কনসোল প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ প্রকাশ্যে এসেছে। এই ফোনের একটি রেন্ডার ইমেজও সামনে এসেছে। এই ইমেজের মাধ্যমে জানা গেছে এটি কার্ভ প্যানেল সহ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo X100s Pro এর গুগল প্লে কনসোলে লিস্টিং : আমরা Vivo X100s Pro ফোনটি গুগল প্লে কনসোল প্ল্যাটফর্মে PD2324 মডেল নাম্বার সহ পোস্ট করেছি। লিস্টিং ইমেজের মাধ্যমে ফোনের নামও দেখানো হয়েছে।
গুগল প্লে কনসোল সাইটে Vivo X100s Pro ফোনটি মিডিয়াটেক MT6989 চিপসেট সহ আসতে চলেছে। একইসঙ্গে মালী G720 GPU যোগ করা হয়েছে। মনে করা হচ্ছে উপরোক্ত চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 হতে পারে।
গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনে স্টোরেজের জন্য 16GB RAM রয়েছে।
এই ফোনের স্ক্রিন সাইজ 1260 x 2800 হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ অপারেটিং সিস্টেমে কাজ করবে।
Vivo X100s Pro এর ডিজাইন (গুগল প্লে কনসোল লিস্টিং) : গুগল প্লে কনসোল লিস্টিঙের মাধ্যমে Vivo X100s Pro ফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রেন্ডার অনুযায়ী নতুন ফোনের ব্যাক প্যানেলে বড়ো রাউন্ড ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই ক্যামেরা মডিউলে তিন সেন্সর এবং LED ফ্ল্যাশ দেখা গেছে।
ফোনটির ফ্রন্ট সাইটে কার্ভ ডিসপ্লে সহ পেশ করা হতে পারে। এতে পাঞ্চ-হোল ডিজাইনও দেওয়া হবে। এই ফোনটির ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন সহ লাইট ব্লু কালার অপশনে দেখানো হয়েছে।
Vivo X100s Pro এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন : Vivo X100s Pro স্মার্টফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা বাকি আছে, কিন্তু মনে করা হচ্ছে এই ফোনটি এই মাসের শেষেরদিকে পেশ করা হতে পারে। একইসঙ্গে আরও একটি Vivo X100s মডেলও আনতে পারে। এই দুটি ফোন প্রথমে চীনে লঞ্চ করা হবে। তবে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।