বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো আজ তাদের হোম মার্কেট চীনে ‘X100s’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে শক্তিশালী Vivo X100s এবং Vivo X100s Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 32MP সেলফি ক্যামেরা এবং 100W চার্জিং সহ MediaTek Dimensity 9300+ প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X100s এবং Vivo X100s Pro স্মার্টফোন সম্পর্কে।
Vivo X100s এবং Vivo X100s Pro এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo X100s এবং Vivo X100s Pro এই দুটি স্মার্টফোন পিক্সেল রেজোলিউশন সহ 6.78ইঞ্চির ফুলএচডি + পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এতে AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করে। এই X100s ফোনে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এবং প্রো মডেলে Curved ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রসেসর: Vivo X100s এবং Vivo X100s Pro এই দুটি স্মার্টফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 3.4GHz ক্লক স্পীডে কাজ করে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য Vivo X100s এবং X100s Pro স্মার্টফোনে 32MP Selfie Camera সাপোর্ট দেওয়া হয়েছে।
ব্যাক ক্যামেরা: Vivo X100s Pro স্মার্টফোনে ব্যাক প্যানেলে OIS ফিচার সহ 50MP মেইন সেন্সর, 50MP Ultra wide এঙ্গেল লেন্স এবং 4.3X 50MP Periscope সেন্সর দেওয়া হয়েছে। Vivo X100s স্মার্টফোনে 50MP মেইন সেন্সর এবং 50MP Ultra wide এঙ্গেল লেন্স সহ 3X 64MP Periscope লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য X100s স্মার্টফোনে 5,100mAh Battery এবং Vivo X100s Pro স্মার্টফোনে 5,400mAh Battery সাপোর্ট দেওয়া হয়েছে।
চার্জিং: এই বড়ো ব্যাটারি দ্রুত চার্জিঙের জন্য Vivo X100s স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আবার X100s Pro স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সহ 50W Wireless ফিচার যোগ করা হয়েছে।
Vivo X100s এর দাম
12GB RAM + 256GB Storage : 3,999 yuan (অর্থাৎ প্রায় 47,000 টাকা)
16GB RAM + 256GB Storage : 4,399 yuan (অর্থাৎ প্রায় 51,800 টাকা)
16GB RAM + 512GB Storage : 4,699 yuan (অর্থাৎ প্রায় 55,000 টাকা)
16GB RAM + 1TB Storage : 5,199 yuan (অর্থাৎ প্রায় 61,000 টাকা)
চীনে এই Vivo X100s স্মার্টফোনটি Titanium সহ White, Black/Grey এবং Green কালার অপশনে সেল করা হচ্ছে।
Vivo X100s Pro এর দাম
12GB RAM + 256GB Storage : 4,999 yuan (অর্থাৎ প্রায় 58,900 টাকা)
16GB RAM + 512GB Storage : 5,599 yuan (অর্থাৎ প্রায় 65,900 টাকা)
16GB RAM + 1TB Storage : 6,199 yuan (অর্থাৎ প্রায় 72,900 টাকা)
চীনে এই Vivo X100s Pro স্মার্টফোনটি Titanium সহ White এবং Black/Grey কালার অপশনে সেল করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।