বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের এক্স100 সিরিজে এখনও পর্যন্ত Vivo 100 এবং X100 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজে Vivo X100s নামের আরেকটি নতুন ফোন আনা হবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি পেশ করা হতে পারে বলে শোনা হচ্ছে। 3সি সাইটে দেখার পর ফোনটির লঞ্চের খবর আরও জোরালো হয়ে উঠেছে। এই ফোনটি X100s হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিঙে ডিটেইল সম্পর্কে।
Vivo X100s 3সি লিস্টিং
এই নতুন স্মার্টফোনটি 3C সার্টিফিকেশন সাইটে V2359A মডেল নাম্বার সহ লিস্টেড করা।হয়েছে। এই ফোনটির নাম Vivo X100S বলা হচ্ছে।
লিস্টিঙে জানা গেছে এই নতুন স্মার্টফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
এই ডিটেইলস ছাড়া সার্টিফিকেশন সাইট থেকে Vivo X100s ফোনটি সম্পর্কে বেশিকিছু জানা যায়নি। এখানে লিস্টেড হতে দেখে মনে করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।
Vivo X100s এর ডিটেইলস (লিক)
লিক থেকে এই Vivo X100s ফোনটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। এর থেকে ফোনটির অপশন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
লিক অনুযায়ী Vivo X100s স্মার্টফোনটি ব্ল্যাক, হোয়াইট, গ্রীন এবং টাইটেনিয়াম এই চারটি কালার অপশনে লঞ্চ হতে পারে।
Vivo X100s স্মার্টফোনটি 4nm প্রসেসর তৈরি MediaTek Dimensity 9300 চিপসেট সাপোর্ট সহ পেশ হতে পারে।
এই চিপসেটি 3.25GHz হাই ক্লার্ক স্পীড সাপোর্ট দেওয়া হতে পারে। তবে গ্রাফিক্সের জন্য মালী-G720 ইম্মরটালিস MP12 GPU যোগ করা হতে পারে।
Vivo X100s ফোনটির ডিজাইন ফ্ল্যাট মেটাল ফ্রেম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যদি রেয়ার প্যানেলে গ্লাস ব্যাবহার করা হতে পারে।
Vivo X100s ফোনের আগের X100s ফোনটির চেয়ে আলাদা ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্ট দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X100s স্মার্টফোনটিতে 120W ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।