বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আগামী ১৩ মে চীনে ভিভো তাদের Vivo X100s series পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে ভিভো এক্স100এস এবং এক্স 100এস প্রো স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনের সঙ্গে Vivo X100 Ultra স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তবে আজকের ঘোষণা করার এক সপ্তাহ আগেই ইন্টারনেটে এই ফোনের দাম লিক হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের RAM, মেমরি এবং দাম সম্পর্কে।
লিক অনুযায়ী চীনে ভিভো এক্স100এস স্মার্টফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের বেস মডেল 12GB RAM + 256GB স্টোরেজের দাম প্রায় 46,000 টাকা হতে পারে বলে জানানো হয়েছে। এই ফোনের টপ মডেল 16GB RAM + 1TB স্টোরেজের দাম প্রায় 60,000 টাকা রাখা হতে পারে।
Vivo X100s Pro এর দাম (লিক)
12GB RAM + 256GB Storage = 4999 Yuan (অর্থাৎ প্রায় 57,900 টাকা)
16GB RAM + 512GB Storage = 5599 Yuan (অর্থাৎ প্রায় 64,900 টাকা)
16GB RAM + 1TB Storage = 6199 Yuan (অর্থাৎ প্রায় 71,900 টাকা)
ভিভো এক্স 100এস প্রো ভেরিয়েন্টের দাম 50 হাজার টাকার চেয়ে বেশি হতে পারে। লিকের মাধ্যমে এই ফোনের তিনটি ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। এই ভেরিয়েন্টগুলির দাম ভারতীয় টাকা অনুযায়ী 57,000 টাকা থেকে 72,000 টাকা রাখা হতে পারে।
Vivo X100 Ultra এর দাম (লিক)
12GB RAM + 256GB Storage = 6699 Yuan (অর্থাৎ প্রায় 77,500 টাকা)
16GB RAM + 512GB Storage = 7499 Yuan (অর্থাৎ প্রায় 86,900 টাকা)
16GB RAM + 1TB Storage = 8499 Yuan (অর্থাৎ প্রায় 98,000 টাকা)
লিক অনুযায়ী এই ফোনের টপ মডেলে 16GB RAM + 1TB স্টোরেজ সহ এর দাম প্রায় 1লাখ টাকা হতে পারে। ভারতে চীনের তুলনায় কম দামে Vivo X100s series এবং Vivo X100 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Vivo X100s series এর প্রসেসর
এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে লিক অনুযায়ী Vivo X100s এবং X100s Pro বিশ্বের প্রথম স্মার্টফোন যা MediaTek Dimensity 9300 Plus চিপসেট সহ লঞ্চ করা হবে। এই চিপসেটটি আগামীকাল অর্থাৎ 7 মে রিলিস করা হবে। এই ফোনে ডায়মেনসিটি 9300 ওভার লকড ভার্সন 3.4GHz ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Immortalis-G720 MC12 GPU চিপসেট যোগ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।