বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অক্টোবর মাসে চীনে ভিভো তাদের Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল, এবার গ্লোবাল বাজারে পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 19 নভেম্বর Vivo X200 সিরিজ লঞ্চ করা হবে। অফিসিয়ালি এই ফোনটির টিজার শেয়ার করা হয়েছে।
শীঘ্রই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি চীনের তিনটি মডেলের পরিবর্তে গ্লোবাল বাজারে শুধুমাত্র Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজ সম্পর্কে।
Vivo X200 সিরিজের গ্লোবাল লঞ্চ কনফার্ম
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 2024 সালের 19 নভেম্বর Vivo X200 সিরিজ মালয়েশিয়া মার্কেটে লঞ্চ করা হবে। ভিভো মালেশিয়াল সময় অনুযায়ী বিকেল 7টা সময় লঞ্চ করা হবে। এরপরের তিন দিন প্রি-অর্ডার শুরু হবে।
Vivo X200 এবং Vivo X200 Pro ফোনে 32GB RAM (16GB ফিজিক্যাল + 16GB ভার্চুয়াল) এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল। Vivo X200 Pro ফোনটি গ্লোবাল বাজারে মিডনাইট ব্ল্যাক এবং টাইটেনিয়াম গ্রে ও Vivo X200 ফোনটি আরোরা গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। আগামী মাসে এই সিরিজ ভারতীয় বাজারেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
Vivo X200 এবং X200 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo X200 Pro মডেলে 6.78 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হবে। দুটি মডেলেই 1.5K OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হবে। তবে Vivo X200 স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির ডিসপ্লে থাকবে।
প্রসেসর: ভ্যানিলা এবং প্রো দুটি মডেলেই শক্তিশালী MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হবে। স্টোরেজ: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটি 32GB RAM (16GB ফিজিক্যাল + 16GB ভার্চুয়াল) দেওয়া হবে। রেয়ার ক্যামেরা: Vivo X200 স্মার্টফোনটিতে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো সেন্সর দেওয়া হবে। X200 Pro স্মার্টফোনটিতে 50MP LYT-818 প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP Zeiss APO টেলিফটো লেন্স যোগ করা হবে।
ফ্রন্ট ক্যামেরা: Vivo X200 এবং X200 Pro ফ্ল্যাগশিপ ফোন দুটিতে 32MP সেলফি ক্যামেরা যোগ করা হবে। ব্যাটারি: Vivo X200 ফোনে 90W চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে X200 Pro ফোনটিতে 90W ওয়্যার চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে।
অন্যান্য: দুটি শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোনেই জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিং সহ পেশ করা হবে। ওএস: Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন OS 5 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।