বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শক্তিশালী ক্যামেরার ফোন আনল ভিভো। যার মডেল এক্স২০০ সিরিজ। এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। এই এক্স সিরিজে ভিভো তিনটি মডেল এনেছে। এগুলো হলো, ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এবং ভিভো এক্স২০০ প্রো মিনি।
ভিভোর এই তিনটি স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৪০০ চিপসেট রয়েছে। এছাড়াও, প্রো মডেলটি ২০০ মেগাপিক্সেলেরর ক্যামেরা আছে।
বিশেষ ফটোগ্রাফির জন্য, ভিভো জিস-চালিত লেন্সসহ এই ফোন তিনটি এসেছে। বর্তমানে চীনের বাজারে ভিভো এক্স২০০ সিরিজ লঞ্চ করা হয়েছে। খুব শিগগিরই এটি বিশ্ববাজারে লঞ্চ করা হবে। তিনটি স্মার্টফোনেই আপনি দারুণ স্পেসিফিকেশন এবং ফিচার পাবেন।
ভিভো এক্স২০০ মডেলের পাবেন ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এক্স২০০ প্রোতে পাবেন ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এতে ১.৫কে ওলিড প্যানেল রয়েছে। দুইটি ফোনই ১২০ হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট সহ আসে। এর মধ্যে মিডিয়াটেক ডাইমেনশন ৯৪০০ চিপসেট সাপোর্ট করা হয়েছে। এছাড়াও ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা বৈশিষ্ট্য হিসাবে, একটি জেইস চালিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ভিভো এক্স২০০ মডেলে একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের ওআইএস সমর্থন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে।
অন্যদিকে, ভিভো এক্স২০০ মডেলে একটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে ভিভো এক্স২০০ প্রোতে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চার্জ করার জন্য ৯০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি পাওয়া যাবে।
ভিভো এক্স২০০ প্রো মিনিতে একটি ৬.৩ ইঞ্চি ১.৫কে ওলিড এলটিপিও ডিসপ্লে রয়েছে। এটিতে ১২০ হার্জ এর স্ক্রিন রিফ্রেশ রেটও রয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৪০০ চিপসেটের সঙ্গে এই ফোনে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বর্তমান।
এটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে। একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা অন্তর্ভুক্ত ৫৭০০ এমএএইচ ব্যাটারি দিয়ে সজ্জিত এই ফোনটি অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ এ চলে।
চীনে ভিভো এক্স২০০ সিরিজের দাম শুরু ৪২৯৯ ইয়েন থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।