বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো এই বছর শেষের দিকে তাদের Vivo X200 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার এখনও পর্যন্ত কিছু দিন বাঁকি আছে, এর আগেই প্রো মডেলের স্পেসিফিকেশন এবং ডিজাইন লিক প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
Vivo X200 Pro এর ডিটেইলস (লিক)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে আপকামিং ফ্ল্যাগশিপ Vivo X200 Pro স্মার্টফোন সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
লিক অনুযায়ী Vivo X200 Pro স্মার্টফোনে আগের মডেল X100 Pro ফোনের থেকে বড়ো আপগ্রেড এবং নতুন ফিচার যোগ করা হতে পারে।
Vivo X200 Pro স্মার্টফোনে 1.5K রেজোলিউশন এবং চারদিকে ন্যারো বেজাল সহ নতুন কার্ভ ডিসপ্লে ফিচার দেওয়া হতে পারে।
এই স্মার্টফোনে 6.7 অথবা 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
ভিভো তাদের এই সিরিজ MediaTek Dimensity 9400 প্রসেসর সহ লঞ্চ করতে পারে। এই প্রসেসর অক্টোবার মাসে পেশ করা হতে পারে এবং এই প্রসেসরের প্রতিযোগিতা আপকামিং স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসরের সঙ্গে হবে বলে আশা করা হচ্ছে।
Vivo X200 Pro স্মার্টফোনে সিঙ্গেল পয়েন্ট আলট্রাসোনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনের জন্য নতুন সিলিকন ব্যাটারি ফিচার ব্যাবহার করা হতে পারে।
এই ফোনে আপডেটেড ট্রিপল ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটি দারুণভাবে উপভোগ করার জন্য পেরিস্কোপ লেন্স থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি 50 মেগাপিক্সেলের লেন্স যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Vivo X100 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo X100 Pro ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির LTPO এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পীক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 9300 প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে ইম্মোটেলিস-G720 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 16GB RAM +512GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ক্যামেরা: Vivo X100 Pro ফোনে OIS ফিচারযুক্ত এবং LED ফ্যাশ সহ 50MP এর 1-ইঞ্চির Sony IMX989 VCS বায়োনিক সেন্সর, 50MP আলট্রা ওয়াইড এবং 50MP 1/2″ APO টেলিফটো ক্যামেরা, OIS, 100x পর্যন্ত ফিজিক্যাল জুম ম্যাক্রো মোড দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 32MP ক্যামেরা রয়েছে।
ফাঁকা ঘরে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং ও মনি, ভাইরাল ভিডিও
ব্যাটারি: Vivo X100 Pro স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এবং 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।