বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে গত বছর শেষের দিকে Vivo X200 Pro এবং Vivo X200 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার ভারতের বাজারে Vivo X200 Ultra ফোনটি আসতে পারে বলে শোনা যাচ্ছে। এটি এই সিরিজের প্রিমিয়াম এবং টপ এন্ড ফ্ল্যাগশিপ মডেল হিসাবে লঞ্চ করা হবে। এছাড়া বহুচর্চিত Vivo X200 Pro Mini ফোনটিও ভারতে আসতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
ভারতে আসছে Vivo X200 Ultra
Businessworld (BW) এর রিপোর্ট অনুযায়ী Vivo India তাদের হেড অফিসকে Vivo X200 Ultra এবং Vivo X200 Pro Mini স্মার্টফোনদুটি ভারতে লঞ্চের জন্য রাজি করানোর চেষ্টা করে চলেছে। গত মাসে আমরা Vivo X200 Pro Mini ফোনের সম্ভাব্য লঞ্চ সম্পর্কে আলোচনা করেছিলাম।
তবে Vivo X200 Pro Mini ফোনটি ছাড়া Vivo X200 Ultra ফোনটি এখনও পর্যন্ত অফিসিয়ালি পেশ করা হয়নি। টাই এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। চীনে 2024 সালের মে মাসে আগের Vivo X100 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল।
BW এর পক্ষ থেকে জানানো হয়েছে MWC 2025 এর মঞ্চে Vivo এর আধিকারিকরা তাদের “পার্টনারদের” Vivo X200 Pro ফোনের সফলতা সম্পর্কে জানিয়েছে। বাজারে এই ফোনের চাহিদা এতটাই বেশি ছিল যে Vivo India তাদের ফ্যাক্টরিতে অতিরিক্ত ইউনিট তৈরির রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছিল। এই ক্রমবর্ধমান চাহিদা দেখে ব্র্যান্ডের পক্ষ থেকে Vivo China এর কাছে ভারতের বাজারে Vivo X200 Ultra ফোনটি লঞ্চের আবেদন করা হয়েছে। এখন কোম্পানির আগামী সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।
Vivo X200 Ultra ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন
দাম: BW এর রিপোর্ট অনুযায়ী Ultra ফোনটির দাম Vivo X200 Pro ফোনের চেয়ে বেশি হতে পারে। ভারতের বাজারে Vivo X100 Ultra ফোনটি লঞ্চ না হলেও চীনে এই ফোনের প্রাথমিক দাম CNY 6,499 (প্রায় ₹78,000) ছিল। অন্যদিকে Vivo X100 Pro ফোনের প্রাথমিক দাম CNY 4,999 (প্রায় ₹60,000) রাখা হয়েছিল।
ডিসপ্লে: এই ফোনে ন্যারো বেজল সহ বড় স্ক্রিন দেওয়া হতে পারে। Vivo X200 Pro এবং Vivo X100 Ultra উভয় ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তবে Vivo X200 Pro ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেশি।
প্রসেসর: Vivo X200 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপ দেওয়া হতে পারে। সিরিজের অন্য ফোনে MediaTek Dimensity প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: টিপস্টার Digital Chat Station জানিয়েছিলেন এই ফোনে Vivo X200 Pro ফোনের মতো f/2.27 অ্যাপার্চারযুক্ত 85mm Samsung ISOCELL HP9 টেলিফটো লেন্স থাকবে। Vivo X200 Pro ফোনে 3.7x অপটিক্যাল জুম এবং f/2.7 অ্যাপার্চার রয়েছে। এছাড়া আপকামিং ফোনটিতে Sony LYT-818 প্রাইমারি বা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটির প্রাইমারি সেন্সর 1.5x ক্রপ করা হতে পারে এবং এটি 35mm এর ক্ষমতাসম্পন্ন ও f/1.69 অ্যাপার্চারযুক্ত হতে পারে। সেটআপের আলট্রা ওয়াইড লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।