বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো চীনে তাদের আপকামিং লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে। 21 এপ্রিল এই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। কোম্পানি এই ইভেন্টের মঞ্চ থেকে vivo X200 Ultra, vivo X200s, vivo Pad 5 Pro, vivo Pad SE এবং vivo Watch 5 অফিসিয়ালি লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসগুলির বেশি কিছু ফিচার এবং ডিটেইলস টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ডিভাইসের ডিটেইলস সম্পর্কে।
vivo X200 Ultra এর ডিটেইলস
vivo X200 Ultra ফোনটি সিলভার এবং রেড কালার অপশনে পেশ করা হবে। এর মধ্যে সিলভার কালার অপশনটি নতুন প্যাটার্ন ডিজাইনে লঞ্চ করা হবে।
এই ফোনটিতে 85mm পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ 200MP Samsung HP9 সেন্সর দেওয়া হবে। এইবার বড় আপারর্চার থাকবে। এটি 38% বেশি লাইট ক্যাপচার করবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে স্পেশাল লেন্স এবং প্রিজ়ম ফিচার সহ একটি নতুন কোটিং ব্যাবহার করা হয়েছে, ফলে নাইট শুটিং, ফোকাস, স্টেবিলাইজেশন, টেলিফটো সেন্টার রেজোলিউশন এবং ম্যাক্রো ডিটেইলিং আরও ভালো করবে।
ফোনের ক্যামেরায় 14mm ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 35mm মেইন ক্যামেরা থাকবে, ফলে X200 Pro ফোনটিতে 50MP LYT-818 সেন্সর দেওয়া হবে।
ফোনটির ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে, আগের মডেলে 32MP ক্যামেরা ছিল।
vivo X200 Ultra ফোনটিতে 6.82 ইঞ্চির 2K 120Hz মাইক্রো কার্ভ ডিসপ্লে, Snapdragon 8 Elite চিপসেট, IP68 এবং IP69 রেটিং, 6000mAh ব্যাটারি, 90W ওয়ার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং এবং Beidou-3 স্যাটেলাইট কমিউনিকেশন (টপ ভেরিয়েন্ট) সাপোর্ট করতে পারে।
vivo X200s এর ডিটেইলস
vivo X200s ফোনটি নতুন ল্যাভেন্ডার এবং মিন্ট ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে। একইসঙ্গে ব্ল্যাক এবং হোয়াইট মডেলও থাকবে।
ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K BOE Q10 AMOLED ডিসপ্লে থাকবে। এটি আল্ট্রা ন্যারো বেজাল সহ পেশ করা হবে।
এটি MediaTek Dimensity 9400+ প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হবে।
এই ফোনের ক্যামেরা সেটআপে 50MP IMX921 প্রাইমারি ক্যামেরা, 50MP JN1 আল্ট্রা ওয়াইড এবং 50MP LTY-600 3X পেরিস্কোপ টেলিফটো লেন্স ZEISS অপটিক্স থাকবে।
ফোনটিতে আপগ্রেডেড আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 6000mAh+ ব্যাটারি, 90W ওয়ার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
vivo Pad 5 Pro এবং Pad SE এর ডিটেইলস
দুই শক্তিশালী ফোনের পাশাপাশি vivo Pad 5 Pro এবং Pad SE ট্যাবও বাজারে লঞ্চ হতে চলেছে। Pad 5 Pro ট্যাবটিতে 13 ইঞ্চির 3.1K 144Hz LCD ডিসপ্লে, Dimensity 9400+ চিপসেট, 13MP রেয়ার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনটিতে বড় 12000mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এতে 8 স্পিকার দেওয়া হবে। vivo Pad SE ট্যাবে 12.25 ইঞ্চির LCD স্ক্রিন এবং Soft Light এডিশন AG ন্যানো টেক্সচার ফিচার যোগ করা হবে।
vivo Watch 5 এর ডিটেইলস
vivo Watch 5 স্মার্টওয়াচটি Blue OS সহ কাজ করবে। এটি Starry Black এবং Moonlight White কালার অপশনে পেশ করা হবে। এই স্মার্টওয়াচে স্টেনলেস স্টিল, লেদার এবং সিলিকন স্ট্র্যাপ অপশন দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।