বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আপকামিং Vivo X200 Ultra স্মার্টফোনের ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন লিক হয়েছে। চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের ক্যামেরা জুম সেকশনে কিছু পরিবর্তন করা হতে পারে। এই বছর মার্চ বা এপ্রিল মাসে এই সিরিজের অধীনে X200, X200 প্রো এবং X200 প্রো মিনি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগে থেকেই এই ফোনগুলি চীন এবং ভারত সহ বেশ কিছু গ্লোবাল বাজারে সেল করা হয়। জানিয়ে রাখি গত বছরের X100 Ultra ফোনের সাক্সেসার হিসেবে X200 Ultra ফোনটি লঞ্চ করা হবে।
Vivo X200 Ultra এর ক্যামেরা জুমে হতে পারে পরিবর্তন
ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী X200 Ultra ফোনে ইঞ্জিনিয়ার প্রোটোটাইপ ডিফল্ট 1.5x জুম সহ একটি প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর 35 মিমি ফোকাল দৈর্ঘ্য হবে।
এই সেটআপে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 0.5x বা 0.6x এর পরিবর্তে 1x জুম থাকবে।
প্রাইমারি এবং আল্ট্রা ওয়াইড দুটি ক্যামেরা সেটআপে 50MP 1/1.28 ইঞ্চির সেন্সর দেওয়া হবে।
আপকামিং ফোনে আগের মডেলের মতো 200MP 1/1.4-ইঞ্চির পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে।
টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং ভিভো এক্স200 আল্ট্রা ফোনে 6.8 ইঞ্চির 2K রেজোলিউশন সহ এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে। স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজাল দেওয়া হবে।
আপকামিং স্মার্টফোনের ব্যাক প্যানেলে X100 আল্ট্রা ফোনের মতো রাউন্ড ক্যামেরা মডিউল ডিজাইন থাকবে।
তিনি জানিয়েছেন ক্যামেরা সেন্সরের পরিবর্তন করা হবে না। তবে ডিসেম্বর মাসে প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী একটি আলাদা সেন্সর দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
লিকের মাধ্যমে আপকামিং Vivo X200 Ultra ফোনের অন্যান্য তথ্য প্রকাশ্যে আসেনি। আগেই আসন্ন স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 24GB RAM এবং 2TB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছিল। এই ফোনটিতে 90W ওয়্যার এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকতে পারে। আসন্ন ভিভো এক্স 200 আল্ট্রা ফোনটি আগের মডেলের তুলনায় আগে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে এটি মে মাসে পেশ করা হয়েছিল। আগের মডেলের সাক্সেসার হিসেবে X200s এবং X200s Pro ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
যত দিন না ব্র্যান্ড তাদের পরিকল্পনা পরিবর্তন করছে। সম্ভবত Vivo X200 Ultra ফোনটিও ভারতে পেশ করা হবে না। কারণ এই ফোনের আগের ভার্সনও ভারতীয় বাজারে লঞ্চ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।