বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo X200 Series ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে। কোম্পানি এই সিরিজে দুটি স্মার্টফোন Vivo X200 এবং Vivo 200 Pro সম্পর্কে আগেই তথ্য প্রকাশ হয়েছে। এখন সিরিজের সবচেয় প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 Ultra সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। এই ফোন নিয়ে দাবি করা হচ্ছে যে এটি দুর্দান্ত ক্যামেরা সেন্সর এবং লেটেস্ট প্রসেসর সহ রিলিজ করা হবে।
রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স200 আল্ট্রা ফোন আপকামিং Snapdragon 8 Gen 4 চিপসেট এবং 200MP পেরিস্কোপ লেন্স সহ আনা হবে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্য়াট স্টেশন এর অনুযায়ী, আপকামিং Vivo X200 Ultra স্মার্টফোন Snapdragon 8 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হবে। এছাড়া ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোনে মিডিয়াটেক Dimensity 9400 পাওয়া যাবে।
আপকামিং ভিভো এক্স200 আল্ট্রা ফোনে ক্যামেরা সম্পর্কে জানা হচ্ছে যে এতে কোয়াড রিয়ার সেটআপ থাকবে। ভিভো তার আপকামিং ফোনে 200 মেগাপিক্সেলের এর পেরিস্কোপ লেন্স অফার করবে। এছাড়া ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোনের ব্যাটারি ডিটেলও লিক হয়েছে। প্রো মডেলে 6000mAh ব্যাটারি এবং এক্স200 ফোনে 5800mAh ব্যাটারি দেওয়া হবে।
সিজিআই ইভেন্টে ড. ইউনূসের ডাকে মঞ্চে রহস্যময় এক ব্যক্তি, যা বললেন মাহফুজ
ভিভো মে মাসে চীনে Vivo X100 Ultra লঞ্চ করেছিল। এতে 6.78-ইঞ্চির 2K AMOLED 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া। কোম্পানি আপকামিং ফোনেও একই ডিসপ্লে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।