V1+ ISP চিপ এর সাথে দুর্দান্ত ক্যামেরা নিয়ে আসছে Vivo X80 সিরিজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হালের অন্যতম জনপ্রিয় টেক জায়েন্ট Vivo শিগগিরই তাদের X80 সিরিজ বাজারে আনতে চলেছে। আগামী ২৫ এপ্রিল এই সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ হতে পারে – Vivo X80, Vivo X80 Pro ও Vivo X80 Pro+। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন লঞ্চের আগে চীনের অফলাইন স্টোরে এই সিরিজের পোস্টার দেখা গেল। এই পোস্টারে Vivo X80 সিরিজের ফোনের রিয়ার প্যানেল দেখা গেছে।

পোস্টার থেকে আরও জানা গেছে যে ভিভো এক্স ৮০ সিরিজের ফোনে ZEISS ব্র্যান্ডেড কোয়াড ক্যামেরা সিস্টেম থাকবে। আবার ক্যামেরা আইল্যান্ড গোলাকার হবে। যেখানে এর পূর্বসূরী অর্থাৎ ভিভো এক্স ৭০ সিরিজ আয়তকার ক্যামেরা সেটআপ সহ এসেছিল।

এছাড়া এই পোস্টার অনুযায়ী, ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে সংস্থার নিজস্ব Vivo S1+ ISP থাকবে। এটি ভিভো এক্স ৭০ সিরিজে থাকা Vivo V1 চিপের আপগ্রেড ভার্সন। আবার পোস্টারে উল্লেখ আছে যে, আসন্ন সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, ভিভো এক্স ৮০ প্রো প্লাস ফোনে এই প্রসেসর থাকবে।

এছাড়া Vivo X80 ও Vivo X80 Pro ফোন দুটিতে যথাক্রমে ডাইমেনসিটি ৮১০০ ও ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকবে। আশা করা হচ্ছে এই দুই ফোনে ৬.৭৮ ইঞ্চি ই৫ অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। Vivo X80 Pro+ ফোনে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও ২.০ অ্যামোলেড ডিসপ্লে। আবার প্রো ও প্লাস ফোন দুটির ডিসপ্লে কোয়াড এইচডি প্লাস ও বেস মডেলের ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে। এছাড়া তিনটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

এদিকে ফটোগ্রাফির জন্য Vivo X80 ফোনে ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং Vivo X80 Pro ও Vivo X80 Pro+ ফোন দুটিতে ৫০ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

‘এক চিমটি’ ধুলোর দামই সাড়ে ৪ কোটি টাকা!