vivo X80 সিরিজ যখন লঞ্চ হবে

vivo X80 সিরিজ

গতকাল চায়নাতে ভিভো এক্স৮০ ও এক্স৮০ প্রো এর উদ্বোধন করা হয়েছে। অনেক গ্রাহক চেয়েছেন যেনো দ্রুত ভিভো নতুন ফিচার নিয়ে আসবে এরকম স্মার্টফোন বাজারে ছাড়া হবে। তাদের ইচ্ছা পূরণ হয়েছে। ভিভো মালয়শিয়া এক্স৮০ সিরিজ নিয়ে আসার ঘোষণা দিয়ে রেখেছে। দিনটি হচ্ছে ৮মে। সময় হচ্ছে বিকাল ৩টা।

vivo X80 সিরিজপ্রোমোতে মোবাইলের দ্রুতগতি নিয়ে বেশি প্রচার করা হয়। কেননা এই সিরিজের ২ স্মার্টফোনের একটিতে নতুন স্ন্যাপড্রাগনের জেন ওয়ান প্রসেসর ও অন্যটিতে মিডিয়াটেক এর ডায়মেনসিটির ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

উভয় প্রসেসর যথেষ্ট শক্তিশালী ও চাপের মধ্যেও হ্যান্ডসেটের সকল ভারী কার্য চালিয়ে যেতে সক্ষম। ভিভো অনলাইনে গ্রাহক ও ফলোয়ারদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতে থাকবে। আগামী দিনে ভিভোর নতুন সিরিজ নিয়ে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।