Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দুর্দান্ত ক্যামেরাসহ লঞ্চ হল Vivo X80, Vivo X80 Pro
Mobile Tech Product Review বিজ্ঞান ও প্রযুক্তি

দুর্দান্ত ক্যামেরাসহ লঞ্চ হল Vivo X80, Vivo X80 Pro

Sibbir OsmanMay 9, 20224 Mins Read
Advertisement

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গতমাসে চীনের বাজারে লঞ্চ হওয়ার পর স্মার্টফোন নির্মাতা ভিভো এবার তাদের Vivo X80 স্মার্টফোন সিরিজটি আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া বাজারে উন্মোচন করল। এই সিরিজের অধীনে চীনের বাইরে প্রথম গ্লোবাল মার্কেটে পা রেখেছে Vivo X80 এবং Vivo X80 Pro হ্যান্ডসেট দুটি। ভিভোর এই লেটেস্ট ও ইন্ডাস্ট্রি-লিডিং ফ্ল্যাগশিপ লাইনআপের হাত ধরে গ্লোবাল মার্কেটে প্রথম বারের জন্য উন্মোচিত হল MediaTek Dimensity 9000, Vivo V1+ ইমেজিং প্রসেসর এবং Sony IMX866 ক্যামেরা সেন্সরের ফোনগুলি। চলুন Vivo X80 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৮০ সিরিজের মূল্য (Vivo X80 Series Price)

ভিভো এক্স৮০ সিরিজটি মালয়েশিয়ায় আগামী ৮ মে থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। সিরিজের বেস মডেলটির দাম রাখা হয়েছে ৩,৪৯৯ রিঙ্গিত (প্রায় ৬১,৫০০ টাকা) এবং ভিভো এক্স৮০ প্রো-এর মূল্য ৪,৯৯৯ রিঙ্গিত (প্রায় ৮৭,৮৫০ টাকা)। উভয় ডিভাইসই ২ বছরের স্থানীয় প্রস্তুতকারকের ওয়ারেন্টি সহ পাওয়া যাবে। মালয়েশিয়ার বাজারে ভিভো এক্স৮০ কসমিক ব্ল্যাক এবং আরবান ব্লু- এই দুটি আকর্ষণীয় কালার অপশনে ও ভিভো এক্স৮০ প্রো মডেলটি শুধুমাত্র কসমিক ব্ল্যাকে কালারে পাওয়া যাবে।

উল্লেখ্য, ভিভোর এই লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজটি চলতি মাসে বিশ্বের অন্যান্য মার্কেটেও আসতে চলেছে এবং আগামী ১৮ মে ভিভো এক্স৮০ সিরিজটি ভারতীয় বাজারে লঞ্চ হবে৷

ভিভো এক্স৮০-এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo X80 Specifications and Features)

ভিভো এক্স৮০-এর সামনের দিকে ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ ই৫ স্যামসাং কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, ১,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত। এতে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম, ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি ব্লেজিং-ফাস্ট ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Vivo X80-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপের ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP)-এর পাশাপাশি, ভিভোর প্রথম ইন-হাউস আইএসপি, Vivo V1+-ও বর্তমান৷ সংস্থাটি জানিয়েছে যে, তাদের এই ইমেজ প্রসেসরটি ডাইমেনসিটি ৯০০০-এর সাথে যুক্ত হয়ে, যা নতুন এবং আরও উন্নত স্মার্টফোন ক্যামেরা অ্যালগরিদম তৈরি করে সক্ষম হয়, যার সাহায্য স্মার্টফোনটি থেকে সেরা ক্যামেরা শট পাওয়া যাবে। ক্যামেরার ক্ষেত্রে, Vivo X80-এ ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে প্রধান ক্যামেরা হিসেবে এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ সেন্সর রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং একটি আরজিবিডব্লিউ (RGBW) কালার অ্যারেঞ্জমেন্ট সহ এসেছে। এছাড়া এই সেটআপে প্রাইমারি সেন্সরের সাথে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২× অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত। প্রাকৃতিক রঙ এবং সূক্ষ্ম বিবরণ ক্যাপচার করতে ঘোস্টিং এবং স্ট্রে লাইট কমাতে সমস্ত লেন্সগুলিতে জেসিস টি* (Zeiss’ T*) কোটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া, ফোনের সামনে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X80 ফোনে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ভিভোর ক্লাস-লিডিং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থা দাবি করেছে যে, এর ফাস্ট চার্জিং প্রযুক্তিটি ১১ মিনিটের মধ্যে শূন্য থেকে ৫০ শতাংশ এবং ৩৪ মিনিটের মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ করতে সক্ষম হবে। হ্যাপটিক্স এবং অডিওর জন্য, Vivo X80-এ লিনিয়ার এক্স-অ্যাক্সিস হ্যাপটিক মোটর অন্তর্ভুক্ত রয়েছে এবং নিমগ্ন মোবাইল গেমিং অভিজ্ঞতার জন্য ডুয়েল টপ-বটম ফায়ারিং স্টেরিও স্পিকার মিলবে৷ হ্যান্ডসেটটির ওজন ২০৬ গ্রাম এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) ইউজার ইন্টারফেস রান করে।

ভিভো এক্স৮০ প্রো-এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo X80 Pro Specifications and Features)

ভিভো এক্স৮০ প্রো-তে বেস মডেলের মতো একই রকম ডিজাইন রয়েছে। হ্যান্ডসেটটির সামনে একই কার্ভড অ্যামোলেড প্যানেল, পিছনে ফ্ল্যাট ম্যাট গ্লাস প্যানেল দেখতে পাওয়া যাবে। ফোনের সামনে ৬.৭৮ ইঞ্চির ২কে এলটিপিও ই৫ স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস, ১০-বিট কালার এবং এইচডিআর১০+ অফার করে। এছাড়া এই ডিসপ্লের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাট-আউট অবস্থান করছে। ডিভাইসটি কোয়ালকম ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই মডেলটিও ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম, ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ বিশ্ব বাজারে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X80 Pro-এ Vivo V1+ ইমেজ সিগন্যাল প্রসেসর এবং কোয়াড- রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসেবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং স্যামসাং জিএনভি সেন্সর উপস্থিত। ভিভো দাবি করেছে যে, এই নতুন প্রযুক্তির সাহায্যে, Vivo X80 Pro নাইট কালারগুলি প্রকাশ করতে সক্ষম হবে, যা রাতকে আরও উজ্জ্বল এবং প্রাকৃতিক দেখাবে৷ এছাড়া এই সেটআপে অন্তর্ভুক্ত রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৬৩ টেলিফোটো সেন্সর এবং ৫× অপটিক্যাল জুম ও ৬০× হাইব্রিড জুম সহ ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স৷ এই সমস্ত লেন্স জেসিস টি* (Zeiss’ T*) কোটিং প্রযুক্তির সাথে এসেছে। অন্যদিকে ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X80 Pro-এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ভিভো ফ্ল্যাশচার্জ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। Vivo X80 Pro-এ বেস মডেলের মতো একই এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ডুয়েল টপ-বটম ফায়ারিং স্টেরিও স্পিকার দেখতে পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) কাস্টম স্কিনে রান করে। এই ভিভো ফ্ল্যাগশিপ ডিভাইসটির ওজন ২১৯ গ্রাম এবং এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিং সহ এসেছে।

https://inews.zoombangla.com/tablet-pc0/

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও Mobile pro: product review tech Vivo x80 ক্যামেরাসহ দুর্দান্ত প্রযুক্তি বিজ্ঞান লঞ্চ হল
Related Posts
স্মার্টফোন স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

December 14, 2025
iPhone

মুখের কথায় নিয়ন্ত্রণ করুন iPhone, জানুন ৩টি লুকানো ফিচার!

December 13, 2025
ফাইল ডিলিট করলে

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

December 13, 2025
Latest News
স্মার্টফোন স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

iPhone

মুখের কথায় নিয়ন্ত্রণ করুন iPhone, জানুন ৩টি লুকানো ফিচার!

ফাইল ডিলিট করলে

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

Phones

আপনার ফোন কি আসল না ক্লোন? মাত্র ১ মিনিটেই যাচাই করুন

সেরা স্মার্টফোন

২৫ হাজার টাকায় সেরা ১০ ফোন : লং ব্যাটারির সেরা স্মার্টফোন তালিকা

দ্রুতগতির স্মার্টফোন

সেরা ১০টি দ্রুতগতির স্মার্টফোন, সর্বশেষ আপডেট

Realme Narzo 60x 5G

২৫ হাজার টাকায় সেরা ব্যাটারির ১০টি স্মার্টফোন, সর্বশেষ আপডেট

ওয়েবসাইট

ওয়েবসাইট দিয়ে কীভাবে ইনকাম করা যায়

টিকটকে ট্রেন্ডিং

টিকটকে ট্রেন্ডিং বিষয় খুঁজে পাওয়ার সহজ উপায়

foldable-ebike-ea-e

ভাঁজ করে রাখতে পারবেন দুর্দান্ত এই ই-সাইকেল, নিয়ে যেতে পারবেন যে কোন জায়গায়

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.