৮ জিবি র‌্যামের সঙ্গে কিলার লুক নিয়ে হাজির ভিভোর নতুন স্মার্টফোন

vivo y03

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো গ্লোবাল বাজারে তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Vivo Y03 নামে ইন্দোনেশিয়ায় পেশ করা হয়েছে। এই ফোনে স্টাইলিশ লুক, 4GB এক্সটেন্ডেড র‍্যাম সহ 8জিবি র‍্যাম, 5000mAh ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা এবং IP54 রেটিং এর মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। নিচে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

vivo y03

Vivo Y03 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo Y03 মোবাইলে 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 1612 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 269PPI পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে।

প্রসেসর: কোম্পানি এতে এন্ট্রি লেভেল Helio G85 চিপসেট ব্যবহার করেছে। এই চিপসেট গেমিং সহ অন্যান্য অপারেশনে ভাল পারফরমেন্স দেয়।

স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 4GB র‍্যাম + 64GB স্টোরেজ এবং 4GB র‍্যাম + 128GB স্টোরেজ রয়েছে। এক্সটেন্ডেড র‍্যাম ফিচারের মাধ্যমে এতে 8GB পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের ইন্টারনাল স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ব্র্যান্ড এই ফোনে ডুয়েল রেয়া ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি OVGA লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Vivo Y03 ফোনে কোম্পানির পক্ষ থেকে 15 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে Bluetooth 5.0, Wi-Fi, ডুয়াল সিম 4G, GPS, OTG, জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।

ওএস: Vivo Y03 ফোনটি Android 14 এবং Funtouch OS 14 এর সঙ্গে কাজ করে।

Vivo Y03 এর দাম : নতুন Vivo Y03 ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম IDR 1,299,000 অর্থাৎ প্রায় 6,900 টাকা রাখা হয়েছে।

দৌড়ে গিয়ে কাবায় চুমু দিলো শিশু, ভাইরাল ভিডিও

4GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেলের দাম IDR 1,499,000 অর্থাৎ প্রায় 8,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Gem Green এবং Space Black কালারে পেশ করা হয়েছে।