বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাইনিজ টেক কোম্পানী Vivo গ্লোবাল মার্কেটে তাদের সস্তা স্মার্টফোন হিসাবে Vivo Y04 লঞ্চ করেছে। এই লো বাজেট 4G ফোনটি ভিভো ইজিপ্ট ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়ালি পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM, 13MP Camera ও 5,500mAh Battery এর পাশাপাশি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP64 রেটিং রয়েছে। এই পোস্টে Vivo Y04 4G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y04 4G ফোনের স্পেসিফিকেশন
6.74″ HD+ 90Hz Display
Unisoc T612 Processor
4GB RAM + 128GB Storage
13MP Rear camera
5MP Front camera
15W 5,500mAh battery
ডিসপ্লে: Vivo Y04 4G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 260ppi পিক্সেল ডেনসিটি এবং 570nits ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি612 প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: ইজিপ্টে Vivo Y04 4G ফোনটি 4GB RAM সহ 64GB এবং 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে LPDDR4x RAM এবং eMMC 5.1 storage টেকনোলজি দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Vivo Y04 4G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারির হেল্থ 5 বছর মেইনটেইন থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার: এই ফোনে Military-grade শক রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে WiFi এবং Bluetooth 5.2 যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।