বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো ওয়াই১০০ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
এছাড়াও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। কালো, নীল এবং সোনালি রঙে এই ফোন লঞ্চ হতে পারে।
ভিভো ওয়াই১০০ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
* ভিভো সংস্থার এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13-র সাহায্যে।
* ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও ওই ফোনে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
* ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ডুয়াল সিমের স্লট। এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।