পানির দামে কিনুন ফাইভজি স্মার্টফোন, সাথে থাকছে দুর্দান্ত সব ফিচার

ফাইভজি স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যদি আপনার কাছে একটি পুরনো স্মার্টফোন থাকে, তবে আপনি এটির বদলে আপনি Vivo-র এই নতুন ফোনটি কিনতে পারবেন। Flipkart-এ এই ফোনে 20,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে ।

ফাইভজি স্মার্টফোন

আপনি যদি কম দামে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে তার জন্য দারুন সুযোগ আছে। খুব কম দামে Vivo-এর সস্তা 5G স্মার্টফোন Vivo Y100 ফোন কেনার সুযোগ রয়েছে। Vivo-এর এই ফোনটি কিনতে পারবেন অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon থেকে। Vivo-এর এই 5G ফোনটিতে 64MP OIS অ্যান্টি-শেক ক্যামেরা রয়েছে। অর্থাৎ আপনি ফটো তোলার সময় সব দিকের ভাল অ্যঙ্গেল পাবেন। ফোনটির ডিজাইনও প্রিমিয়াম দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনি Vivo-র এই ফোনে কী কী অফার পাবেন?

Vivo Y100 5G স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজের দাম 24,999 টাকা। তবে আপনাকে এত বেশি টাকা দিয়ে ফোনটি কিনতে হবে না। অফার সম্পর্কে বললে, Vivo Y100 5G ফোনটি Amazon-এ 23,999 টাকায় আনা হয়েছে। এছাড়াও আপনি যদি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা HDFC ব্যাঙ্ক কার্ড দিয়ে লেনদেন করেন, তাহলে আপনি 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন। অর্থাৎ এই ফোনে আপনি মোট 2500 টাকা বাঁচাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কত কম দামে আপনি এই নতুন ফোনটি কিনে নিতে পারবেন।

যদি আপনার কাছে একটি পুরনো স্মার্টফোন থাকে, তবে আপনি এটির বদলে আপনি Vivo-র এই নতুন ফোনটি কিনতে পারবেন। Flipkart-এ এই ফোনে 20,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে । অর্থাৎ, যদি আপনার কাছে একটি পুরনো ফোন থাকে, তাহলে সেটি Amazon-এ দিয়ে আপনি এই নতুন ফোনটি মাত্র 3500 টাকায় কিনতে পারবেন।

শিশু জন্মের সময় ৩০০টি হাড় থাকে পরে ২০৬টি, তাহলে বাকি ৯৪টি হাড় কোথায় যায়?

Vivo Y100-এর ফিচার : এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে সেলফি এবং ভিডিয়ো কলিং এর জন্য 64 এমপি প্রাইমারি ব্যাক ক্যামেরা 50 এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড 13-এ চলে। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর 6-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে।