বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে ভিভোর নতুন ফোন ওয়াই ১০০ মডেল। এটি একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন।
ওয়াই সিরিজের নতুন এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইএস অ্যান্টি-শেক ক্যামেরা রয়েছে। অর্থাৎ আপনি ফটো তোলার সময় সব দিকের ভালো অ্যঙ্গেল পাবেন। ফোনটির ডিজাইনও প্রিমিয়াম দেওয়া হয়েছে।
ভিভোর এই নতুন ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে। ভারতে এই ভার্সন বিক্রি হচ্ছে ২৫ হাজার রুপিতে।
ভিভো ওয়াই ১০০ মডেলের এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ফাস্ট চার্জ সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লের আয়তন ৬ ইঞ্চি। এই ডিসপ্লেতে অ্যামোলিড প্যানেল ব্যবহৃত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।