বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো চীনে তাদের Y100 সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চ করেছে। এই সিরিজের এর আগে Vivo Y100 বং Y100i লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে Vivo Y100t পেশ করা হয়েছে। এই দুটি ফোন গত বছর লঞ্চ করা হয়েছিল। এই ফোনদুটিতে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট রয়েছে। এবার নতুন Y100t ফোনে ডায়মেনসিটি 8200 প্রসেসর যোগ করা হয়েছে, ফলে এই ফোনটি আরও শক্তিশালী পারফরমেন্স দিতে সক্ষম হবে।
এখনও পর্যন্ত Vivo Y100t ফোনের দাম জানানো হয়নি। আগামী 23 ফেব্রুয়ারি থেকে চীনে ভিভো চায়নার ওয়েবসাইট, JD.com এবং Tmall এর মাধ্যমে এই ফোনের প্রিসেল শুরু হবে এবং এই দিনই ফোনটির দাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি সাদা এবং নীল রঙে সেল করা হবে।
Vivo Y100t এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo Y100t 5G ফোনে 6.64-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনশন 8200 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন এবং অরিজিন অএসের সঠিক ভার্সন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
স্টোরেজ: এতে 8GB/12GB RAM, 8GB virtual RAM এবং 256GB/512GB ইন বিল্ট স্টোরেজ রয়েছে। ব্যাটারি: এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
২ বার বিয়ে করেও সাধ মেটলো না নুসরাতের, এবার বুকে যার নাম লিখলেন
অন্যান্য: এই ফোনে এনএফসি, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 164.58 x 75.8 x 8.79 এমএম এবং ওজন 200 গ্রাম। জানিয়ে রাখি Y100t ফোনটি চীনের মার্কেটে উপস্থিত iQOO Z8x এর একটি রূপান্তরিত ভার্সন, যা গত বছর চীনে স্ন্যাপড্রাগন 782G প্রসেসর সহ পেশ করা হয়েছিল। শুধুমাত্র প্রসেসর ছাড়া উভয় ফোনের সমস্ত স্পেসিফিকেশন একই রকম। এই নতুন ভিভো ফোনটি অন্যান্য ইছু বাজারে Vivo Y100 GT নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।