Vivo Y15A: ফিচার ও দাম দেখুন
চিনা স্মার্টফোন কোম্পানি Vivo ভিভো Y সিরিজের নতুন ফোন হিসেবে Vivo Y15A লঞ্চ করেছে। ফোনটিকে খুবই কম দামে আনা হয়েছে। ফোনটির দাম প্রায় 12 হাজার টাকার মত রাখা হয়েছে।
ফোনটিকে আপাতত ফিলিপাইনে লঞ্চ হয়েছে। ফোনটির মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, 5000mAh-এর ব্যাটারি, এবং MediaTek Helio P35 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক Vivo Y15A-এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফিলিপাইনে ভিভো ওয়াই১৫এ-এর দাম 7,999 ফিলিপাইন পেসো রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় যা প্রায় 11,930 টাকার মত। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে ওয়াটার গ্রীন ও মিস্টিক ব্লু কালারে আনা হয়েছে। বিশ্ব বাজারে ফোনটি কবে আসবে তা এখনও জানা যায়নি।
Vivo Y15A ফোন ফিচার
Vivo Y15A ফোনে রয়েছে 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1600 পিক্সেল ও 20:9 এসপেক্ট রেশিও। ফোনটি Android 11 ভিত্তিক ফানটাচ ওএস 11.1 অপারেটিং সিস্টেমে রান করবে।
ফোনটির সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে রয়েছে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল যুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ। ভিভো ওয়াই১৫এ MediaTek Helio P35 প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনটি 4GB RAM ও 64GB স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে, যা 10W ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
ভিভো ওয়াই১৫এ ফোনে কানেক্টিভিটির জন্য পেয়ে যাবেন ডুয়েল সিম সাপোর্ট, 4G VoLTE নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট ও 3.5mm অডিও জ্যাক। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভিভো এক্স৭০প্রো ৫জি ফটোগ্রাফিতে সেরা ফোন, ফিচার ও দাম দেখে নিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



