বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ভারতের বাজারে সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য Vivo Y18 এবং Vivo Y18e নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Vivo Y18 ফোনটির দাম মাত্র 8,999 টাকা থেকে শুরু হয়। এই পোস্টে বাজেট ক্যাটাগরির Vivo Y18e ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
Vivo Y18e ফোনের স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ স্ক্রিন রয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে এবং 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড ওএস এবং ফান টাচ ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগা হার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: Vivo Y18e ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB extended RAM ফিচার রয়েছে, যার সাহায্যে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে কোনো ফিজিক্যাল সেন্সরের বদলে শুধুমাত্র ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এতে Bluetooth 5.0 রয়েছে।
Vivo Y18e ফোনের দাম : ভারতে Vivo Y18e ফোনটি ভারতে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM এবং 64GB Storage সহ এই ফোনটির দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই সস্তা ভিভো ফোনটি Space Black এবং Gem Green কালারে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।