বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত কাল ভিভো তাদের Vivo Y200 সিরিজের তিনটি স্মার্টফোন পেশ করেছে। আজ এই সিরিজের Vivo Y200 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। ভারতীয় ইউজারদের জন্য এই ফোনে পাতলা 3D কার্ভ ডিসপ্লে, 64MP OIS ফিচার সহ অ্যান্টি শেক ক্যামেরা, এক্সন্টেটেড সাপোর্ট সহ 16জিবি RAM এবং জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং এর মতো বিভিন্ন ফিচার সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Vivo Y200 Pro 5G এর দাম এবং সেল
কোম্পানি Vivo Y200 Pro 5G স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করেছে।
এই ফোনের একমাত্র 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা রাখা হয়েছে।
লঞ্চ অফার হিসেবে এচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই কার্ডে 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিস্কাউন্ড দেওয়া হবে। এই অফারটি আজ থেকে 31 মে পর্যন্ত চালু থাকবে।
এই স্মার্টফোনটি সিল্ক গ্রিন এবং সিল্ক ব্ল্যাক এর মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
আজ থেকে Vivo Y200 Pro 5G স্মার্টফোন সেল করা শুরু হয়েছে। এই ফোনটি কোম্পানি ই-স্টোরে লিস্টেড হয়েছে।
Vivo Y200 Pro 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y200 Pro 5G স্মার্টফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির এমোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 3D Curved ডিসপ্লে,120Hz রিফ্রেশ রেট, 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট সহ পেশ করা হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 695 5G চিপসেট দেওয়া হয়েছে। এই দামের রেঞ্জে এই চিপসেট সুন্দর ভাবে উপভোগ করা যাবে।
স্টোরেজ: Vivo Y200 Pro স্মার্টফোনে 8GB RAM এবং 8GB এক্সন্টেটেড RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফিজিক্যাল RAM সহ ভার্চুয়াল RAM সহযোগে 16GB RAM রয়েছে। এই ফোনে 128GB স্টোরেজ সহ বাজারে পেশ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y200 Pro 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 64MP OIS ক্যামেরা এবং 2MP বোকে লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y200 Pro 5G ফোনে 5,000mAh ব্যাটারি সহ দ্রুত চার্জ করা জন্য 44W ফাস্ট ফ্ল্যাশ ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo Y200 Pro 5G স্মার্টফোনে IP54 রেটিং, ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, কানেক্টিভিটির জন্য 7 5G ব্যান্ড সাপোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট এবং জিপিএস এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।