বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন। ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) এই ফোন ভারতের পাশাপাশি একই সময়ে গ্লোবাল মার্কেটেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছে ভিভোর এই ফোন দুটো র্যাম এবং দুটো স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এখনও ভিভো ওয়াই ২৭ ৪জি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ভারতে এবং গ্লোবাল মার্কেটে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন তিনটি রঙে লঞ্চ হতে পারে। এই ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।
ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের সম্ভাব্য দাম
জনপ্রিয় টিপস্টার পারস গগলানি ট্যুইটে জানিয়েছেন, ভিভো ওয়াই২৭ ৪জি ফোন এবছর জুলাই মাসের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। কালো, গাঢ় লাল এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ভারতে ওই একই সময়ে ভিভো ওয়াই সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ভারতে ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের দাম ১৬ হাজার টাকার কাছাকাছি হতে পারে। ৪ জিবি এবং ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন।
ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফিচার থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স এবং Funtouch OS 13-এর সাপোর্ট থাকতে পারে।
এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ভিভো ওয়াই২৭ ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।