বাজারে লঞ্চ হল Vivo Y28 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo Y28 4G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভিভো তাদের Y সিরিজে প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে চলেছে। গ্লোবাল বাজার সিঙ্গাপুরে এই সিরিজের অধীনে Vivo Y28 4G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আগের মডেলের থেকে অনেকটাই আলাদা। ইউজাররা এই ফোনে ভার্চুয়াল RAM এর সাহায্যে 16GB, মিডিয়াটেক হ্যালিও জি85 চিপসেট, 6000mAh ব্যাটারি, 6.68ইঞ্চির ডিসপ্লে মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y28 4G

ডিজাইন: নতু ডিজাইন সহ Vivo Y28 4G স্মার্টফোনে মেটালিক হাই গ্লাস ফ্রেম দেওয়া হয়েছে। এই ফোনের ওজন প্রায় 199 গ্রাম রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ সহ ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে।

ডিসপ্লে: Vivo Y28 4G স্মার্টফোনে 1608 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এলসিডি ডিসপ্লে সহ 90 হার্টজ রিফ্রেশ রেট, 264 পীপীআই পিক্সেল ডেনসিটি এবং 1000 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে।

প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে 12nm ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী G52 GPU রয়েছে।

স্টোরেজ: এই স্মার্টফোনটি 8 জিবি এলপীডীডীআর4এক্স RAM, 8 জিবি ভার্চুয়াল RAM এবং 256 জিবি ইএমএমসি 5.1 মেমরি সহ পেশ করা হয়েছে। এই ফোনে মাইক্রোএসডী কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা: এই ফোনের রেয়ার প্যানেলে 50MP মেইন ক্যামেরা এবং 2MP বোকে সেকেন্ডারি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডায়নেমিক লাইট সহ LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo Y28 4G স্মার্টফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 মিনিট চার্জ করলে 2.6 ঘণ্টার কল টাইম, 2.1 ঘণ্টার ওয়াটসআপ, 2.8 ঘণ্টার ফেসবুক এবং 36 মিনিটের PUBG গেমিং টাইম সাপোর্ট দেবে।

অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo Y28 4G স্মার্টফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য WiFi 5, ব্লুটুথ 5.0, USB 2.0, GPS, OTG এবং FM এর মতো বিভিন্ন অপশন রয়েছে।

অপারেটিং সিস্টেম: Vivo Y28 4G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ 14 সহ কাজ করে।

বেশ কিছু দিন ধরেই ওপেনিং নিয়ে ব্যস্ত: মিষ্টি জান্নাত

Vivo Y28 4G এর দাম
Vivo Y28 4G স্মার্টফোনটি সিঙ্গেল 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সিঙ্গাপুরের রিটেল ওয়েবসাইটে $269 সিঙ্গাপুর ডলার অর্থাৎ প্রায় 16,400 টাকায় লিস্ট করা হয়েছে।
এই ফোনটি এগেট গ্রিন এবং গ্লেমিং অরেঞ্জ এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।