বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন Vivo Y29 নিয়ে আসছে ঈদের আগেই। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অনন্য রঙের সমন্বয়ে তৈরি এই ফোন।
Vivo Y29–এ রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা এক চার্জে সারাদিন গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং করার সুবিধা দেয়। এছাড়া ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে দ্রুত চার্জ হয়, যা নিশ্চিত করে নিরবচ্ছিন্ন ব্যবহার। ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ফোনের কুলিং এবং ব্যাটারি পারফরম্যান্স উন্নত করেছে, ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া থেকে মুক্ত থাকে।
অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইনের এই স্মার্টফোনটি অত্যন্ত টেকসই। স্কট শিল্ড গ্লাসের কারণে এটি দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া বা ধাক্কা সহ্য করতে সক্ষম। ফোনটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে।
ডিজাইনের দিক থেকেও Vivo Y29 নজরকাড়া। মেটালিক হাই-গ্লস ফ্রেম এবং ছোট থ্রিডি প্লেট ডিজাইন ফোনটিকে স্টাইলিশ ও আরামদায়ক গ্রিপের অনুভূতি প্রদান করে। ভিভো Y29 পাওয়া যাবে ‘নোবল ব্রাউন’ এবং ‘এলিগেন্ট হোয়াইট’ রঙে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।