বাজার কাঁপাচ্ছে Vivo Y300 5G স্মার্টফোন, থাকছে দুর্দান্ত যত ফিচার

Vivo Y300 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo এবারে বাজারে লঞ্চ করে দিল তাদের নতুন স্মার্টফোন Vivo Y300 5G। এই মিডবাজেট স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ১৬ জিবি র‍্যম।

Vivo Y300 5G

স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন কোম্পানির ৪ জেন ২ প্রসেসর। লেটেস্ট ৫জি টেকনোলজি সাপোর্ট করবে এই স্মার্টফোনটি। আপনারা এই স্মার্টফোনটি দুটো স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন।

প্রথমটি হল ১২৮ জিবি স্টোরেজ অপশন, যার দাম রাখা হয়েছে ২১৯৯ টাকা। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ অপশন যার দাম রাখা হয়েছে ২৩৯৯৯ টাকা। আগামী ২৭ শে নভেম্বর থেকে আপনারা ভিভো কোম্পানির এই নতুন ফোনটি কিনতে পারবেন। এই ফোনটিতে আপনারা তিনটি কালার অপশন পেয়ে যাবেন, টাইটানিয়াম সিলভার, ফ্যান্টম পার্পেল, এবং পান্না গ্রীন।

প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে SBI, IDFC First Bank, Kotak Mahindra, BOB এবং Yes Bank গ্রাহকদের ২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ আপনারা ২০ হাজার টাকার নিচেই এই ফোন কিনতে পারবেন ব্যাংক ডিসকাউন্ট ব্যবহার করলে। চলুন তাহলে এই নতুন ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Vivo Y300 5G ফোনের স্পেসিফিকেশন : এই ফোনটিতে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ২.৫ ডি কার্ভ গ্লাস প্রটেকশন দেখতে পেয়ে যাবেন। পারফরমেন্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট এবং রয়েছে ফানটাচ ওএস ১৪ সাপোর্ট। রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ফলে এই স্মার্টফোনের গতি হবে দুর্দান্ত।

এই নতুন স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন ৮জিবি RAM। এই RAM আপনি ৮জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, এক্সপ্যান্ডেবল RAM টেকনোলজি ব্যবহার করে। এখানে আপনারা ১২৮ জিবি এবং ২৫৬ জিবি মেমোরি অপশন পেয়ে যাবেন। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ অপশন এবং LPDDR4X RAM।

ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের একটি বোকে ক্যামেরা। ক্যামেরায় সনি কোম্পানির IMX882 সেন্সর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৫,০০০ mAh ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি।

যুবতীর সাথে তুমুল ঝগড়ায় মাতলো ৩টি টিয়া, তুমুল ভাইরাল ভিডিও

এই ফোনে IP64 রেটিং রয়েছে। ফোনটিতে 8 5G Bands দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.0 এবং OTG ফিচার যোগ করা হয়েছে। এতে Wet-Hand Touch ফিচার রয়েছে, ফলে ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যায়।