বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের Y300 সিরিজের Vivo Y300 Pro 5G স্মার্টফোনটি হোম মার্কেট চীনে লঞ্চ করার জন্য প্রস্তুত। ব্র্যান্ডের প্রোডাক্ট স্ট্র্যাটেজি ভাইস প্রেসিডেন্টের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি আগামী 5 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। তিনি আপকামিং ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানিয়েছেন। বিশেষত্ব হল ফোনটি 6500mAh ব্যাটারি এবং 80ওয়াট ফাস্ট চার্জিং সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির লঞ্চ ডেট ও ডিজাইন ডিটেইলস সম্পর্কে।
চীনে Vivo Y300 Pro 5G এর লঞ্চ ডেট এবং ডিজাইন : নীচে দেওয়া ছবি অনুযায়ী আপকামিং Vivo Y300 Pro 5G ফোনটি আগামী মাসের 5 সেপ্টেম্বর চীনে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 7.69mm পাতলা প্রোফাইল হিসেবে লঞ্চ করা হবে।
ফোনটির ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল এবং একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যামেরা মডিউলের বাইরে গোল্ডেন রিং রয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে কার্ভ এজ ডিসপ্লে রয়েছে। তবে ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
Vivo Y300 Pro ফোনটি চারটি কালার অপশনে দেখা গেছে। এতে টাইটেনিয়াম, গোল্ড ইনলেড জেড, মাটন ফ্যাট হোয়াইট এবং জেড ব্ল্যাক কালার অপশন রয়েছে।
Vivo Y300 Pro 5G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo Y300 Pro 5G স্মার্টফোনটিতে কোম্পানির সবচেয়ে নতুন ডিসপ্লে ফিচার ব্যাবহার করা হবে। এই ফোনটিতে 6.77 ইঞ্চির মাইক্রো-কোয়াড-কার্ভ OLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে আলট্রা-ব্রাইট 5000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। সুরক্ষার জন্য ফোনটিতে ব্লু লাইট ফিল্টারিং এবং অ্যান্টি স্ট্রোব ফিচার রয়েছে। ন্যাশনাল অপ্থেলমোলজি ইঞ্জিনিয়ারিং সেন্টার এবং SGS মিলিতভাবে এটিকে চোখের সুরক্ষার জন্য সার্টিফাই করেছিল। ছাড়াও এই ফোনটিতে ড্রপ রেজিস্টেন্স, ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ সহ SGS রেটিং দেওয়া হয়েছে।
ব্যাটারি: বিশেষত্ব হল Vivo Y300 Pro 5G স্মার্টফোনটিতে 80W ওয়্যার চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্লু ওশিয়ান ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি এক বার চার্জ করলে 12.1 ঘণ্টা পর্যন্ত গেমিং টাইম উপভোগ করা যায়।
ক্যামেরা: Vivo Y300 Pro 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
অন্যান্য স্পেসিফিকেশন (গীকবেঞ্চ লিস্টিং) : সম্প্রতি গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Vivo Y300 Pro 5G ফোনটি প্রকাশ্যে এসেছিল। লিস্টিং অনুযায়ী ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট, প্রায় 12 জিবি RAM এবং অ্যান্ড্রয়েড 14 OS সহ পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।