ভিভোর নতুন ৫জি ফোন এলো বাজারে। ভিভো ওয়াই৩১ সিরিজের দু’টি ফোন। ভিভো ওয়াই৩১ ৫জি এবং ভিভো ওয়াই৩১ প্রো ৫জি। ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। এছাড়া অসংখ্য নতুন ফিচারে ঠাসা এই ফোনদুটি।
ভিভো ওয়াই৩১ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। তার সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের দুই ফোনে একই সেলফি ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে ডিভাইসের ডিসপ্লের উপর।
ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। ভিভো ওয়াই৩১ ৫জি ফোন ৪ জিবি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে।
রোজ রেড এবং ডায়মন্ড গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩১ ৫জি ফোন। ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪ হাজার ৯৯৯ রুপি। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬ হাজার ৪৯৯ রুপি।
অন্যদিকে ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২০ হাজার ৯৯৯ রুপি। মোচা ব্রাউন, ড্রিমি হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হয়েছে ফোনটি।
ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের এই দুই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, ভিভো-র অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। আপাতত ভারতে লঞ্চ হয়েছে ফোন দুটি। বাংলাদেশে পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।