বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে ফের নতুন ফোন আনল ভিভো। সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছে Vivo Y35। নতুন এই Vivo ফোনে Snapdragon 680 চিপসেট। সঙ্গে থাকছে মোট 16 GB RAM।
এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। নতুন এই Vivo ফোনে Snapdragon 680 চিপসেট। এই ফোনের অন্যতম আকর্ষণ 5,000 mAh ব্যাটারি সঙ্গে রয়েছে 44 W ফাস্ট চার্জ সাপোর্ট। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর দিয়েছে চিনা সংস্থাটি। এই ফোনে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। এই ফোনের 8 GB RAM -এর সঙ্গে পাবেন 8 GB Extended RAM। অর্থার এই ফোনে মোট 16 GB RAM পাওয়া যাবে।
Vivo Y35 -এর দাম 18,499 টাকা। 8 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ভারতে কোম্পানির ওয়েব স্টোর ও সব রিটেল স্টোর থেকে কেনা যাবে Vivo Y35। কালো ও সোনালী সঙ্গে পাওয়া যাবে এই স্মার্টফোন।
30 সেপ্টেম্বরের আগে OneCard, ICICI Bank, SBI Bank, Kotak Bank কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 1,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
চলতি মাসেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল Vivo Y35। যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে 8 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন লঞ্চ করেছিল চিনা সংস্থাটি।
ডুয়াল সিম Vivo Y35-এ Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 12 স্কিন। এই ফোনে 6.58 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 680 চিপসেট। সঙ্গে পাবেন 8 GB RAM। এই ফোনে অতিরিক্ত 8 GB Extended RAM ফিচার দিয়েছে Vivo। অর্থাৎ এই ফোনে মোট 16 GB RAM ব্যবহারের সুযোগ পাবেন।
ছবি ও ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য এই ফোনের পিছনে রয়েছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর রয়েছে। সঙ্গে পাবেন 2 MP বোকেহ ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার থাকলেও অন্য 2টি ক্যামেরায় পাবেন f/2.4 অ্যাপারচার। সেলফি ও ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16 MP f/2.0 অ্যাপারচার ক্যামেরা।
Vivo Y35 -এ রয়েছে 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে 1 TB পর্যন্ত microSD কার্ড ব্যবহার করা যাবে। কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi, Bluetooth v5, GPS, Glonass, OTG, FM রেডিও ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে 5,000 mAh ব্যাটারির সঙ্গে পাবেন 44 W ফাস্ট চার্জিং। Vivo Y35 -এর ওজন 188 গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।