বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভিভো তাদের ওয়াই সিরিজের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তাইওয়ানের মাধ্যমে এই ফোনটি গ্লোবাল মার্কেটে Vivo Y38 5G নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট এবং 8GB RAM এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Vivo Y38 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.68 ইঞ্চির আইপিএস আলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1612 x 720 পিক্সেক রেজোলিউশন, 120 হার্টস রিফ্রেশ রেট, 264 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 1,000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256জিবি স্টোরেজ রয়েছে। ফোনের মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y38 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: Vivo Y38 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: কোম্পানি তাদের Vivo Y38 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP64 রেটিং এবং ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করেছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: Vivo Y38 5G ফোনের ডায়মেনশন 165.7 x 76 x 7.99 ~ 8.09mm এবং ওজন 199 গ্রাম।
Vivo Y38 5G ফোনের দাম
Vivo Y38 5G ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।
ভিভো তাইওয়ানের ওয়েবসাইটে এই ফোনটি সমস্ত স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছে, তবে ফোনটির দাম এখনও পর্যন্ত জানানো হয়নি।
এই ফোনটি ওসিয়ান ব্লু এবং ডার্ক গ্রীন ব্ল্যাক কালারে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।