বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo শীঘ্রই ভারতে Y সিরিজের নতুন ৫জি স্মার্টফোন লঞ্চ করতে পারে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে আসবে Vivo Y39 5G। সম্প্রতি মালয়েশিয়ায় লঞ্চ হওয়া এই ফোনের ডিজাইন ও ফিচার ভারতে আসা ভ্যারিয়েন্টের সাথে অনেকটাই মিল থাকবে।
Vivo Y39 5G: সম্ভাব্য দাম ও ভ্যারিয়েন্ট
প্রাথমিক তথ্য অনুযায়ী, Vivo Y39 5G-এর ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৬,৯৯৯ টাকা। এছাড়া, ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা হতে পারে। তবে Vivo এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। এই ফোন Lotus Purple এবং Ocean Blue রঙে লঞ্চ হতে পারে।
Vivo Y39 5G সম্ভাব্য স্পেসিফিকেশন
- প্রসেসর: Qualcomm Snapdragon 4 Gen 2 (4nm অক্টা-কোর)
- ডিসপ্লে: ৬.৬৮ ইঞ্চির LCD স্ক্রিন, HD+ রেজোলিউশন, ১২০Hz রিফ্রেশ রেট
- ক্যামেরা:
- ৫০MP প্রাইমারি রেয়ার ক্যামেরা (Sony সেন্সর)
- ২MP Bokeh লেন্স
- LED রিং ফ্ল্যাশ
- ৮MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি ও চার্জিং: ৬৫০০mAh ব্যাটারি, ৪৪W ফাস্ট চার্জিং
- নিরাপত্তা: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ভারতে কবে লঞ্চ হবে
Vivo এখনো আনুষ্ঠানিকভাবে এই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে সূত্র অনুযায়ী, খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে পারে Vivo Y39 5G।
Samsung Galaxy M06 5G: কমমূল্যে সেরা ফিচারের লেটেস্ট 5G স্মার্টফোন
আপনি যদি ২০,০০০ টাকার কমে একটি শক্তিশালী ৫জি স্মার্টফোন খুঁজছেন, তাহলে Vivo Y39 5G হতে পারে একটি দুর্দান্ত অপশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।