বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Vivo Y39 5G স্মার্টফোনে এসেছে AI প্রযুক্তির চমক ও প্রিমিয়াম ডিজাইন, যা দিচ্ছে দুর্দান্ত পারফরম্যান্স ও আধুনিক ইউজার এক্সপেরিয়েন্স। যাঁরা স্টাইলিশ ডিজাইন, স্মুথ পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং মজবুত ডিউরেবিলিটি সহ স্মার্টফোন কিনতে চান তাঁদের জন্য সেরা বিকল্প এই নয়া ফোন।
Vivo Y39 5G ফোনটি Lotus Purple এবং Ocean Blue এর মতো রঙে পাওয়া যাবে। ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম ১৬,৯৯৯ টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম ১৮,৯৯৯ টাকা। নয়া মডেলের স্মার্টফোন ই-কমার্স প্লাটফর্ম Amazon, Flipkart, vivo India e-Store এবং সমস্ত দোকান থেকে কেনা যাবে।
৬ এপ্রিল পর্যন্ত ক্রেতারা ফোনটিতে দেড় হাজার টাকার ফ্ল্যাট ক্যাশব্যাকের সুবিধা পেয়ে যাবেন। এই স্মার্টফোনে 1608 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে। Vivo Y39 5G ফোন চলবে Android 15 এবং Funtouch OS 15 সিস্টেমে। Vivo Y39 5G ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পিডযুক্ত Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে।
২০২৫ সালের সেরা POCO স্মার্টফোন – শীর্ষ ৫টি বাজেট ফ্ল্যাগশিপ ফোন
Vivo Y39 5G ফোনে Extended RAM ফিচার রয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য ভিভো Y39 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে f/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।