দেশের বাজারে শুরু হয়েছে ভিভো ওয়াই৪০০ ফোনটির ফার্স্ট সেল। যেখানে থাকছে বিশেষ গিফট ও বিক্রয়োত্তর সেবা। গত ৬ আগস্ট থেকে চালু হয়েছে এই ক্যাম্পেইন যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। গ্রাহকরা অনুমোদিত শোরুম এবং ই-স্টোর থেকে বিশেষ এই অফারে কিনতে পারবেন ফোনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ফোনটিতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা। তাই কোনো রকম প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচেও ওয়াই৪০০ দেবে ক্লিয়ার ও পারফেক্ট শট। আর ‘ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন’ ফিচারের মাধ্যমে এক টাচেই বের করে দেয় ভেতরে জমে থাকা পানি। ফোনটিতে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং থাকায় দেবে পানি ও ধুলা থেকে সুরক্ষা। শুধু তাই নয়, পানির ২ মিটার নিচেও ৩০ মিনিট ডুবে থাকতে পারে ফোনটি।
গুগল পিক্সেলের যে পণ্যগুলো দেরিতে আসতে পারেগুগল পিক্সেলের যে পণ্যগুলো দেরিতে আসতে পারে
ভিভো ওয়াই৪০০ এর ফার্স্ট সেল এ আছে বেশ কিছু আকর্ষণীয় অফার, যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। যেমন, মানা বে টিকেট ও ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স সুবিধা। এছাড়াও থাকছে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল। আর মোমো কিস্তিতে ৮ হাজার ৪০০ টাকা ডাউনপেমেন্টে কেনার সুযোগ থাকছে ফোনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ফোনটির স্টাইলিশ ডিজাইন, স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স এবং ফিচার-প্যাকড সেটআপ তরুণদের দৈনন্দিন লাইফস্টাইলের সঙ্গে একদমই মানিয়ে যায়। সেই সাথে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে’র আরও ব্রাইট ও ক্লিয়ার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সে সবাইকে মুগ্ধ করবে।
ভিভো ওয়াই৪০০ ফোনটি ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট দুটি রঙে পাওয়া যাবে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের ফোনটির দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রমের ফোন মিলবে ২৯ হাজার ৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।