চীনের হোম মার্কেটে Vivo তাদের Vivo Y500 ফোনের অফিসিয়াল টিজার জারি করেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। জানিয়ে রাখি কোম্পানির আগেই তাদের Y সিরিজের ফোন দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ লঞ্চ করেছে। এবারও কোম্পানি এমনি কিছু করতে পারে এবং ইউজারদের জন্য আগের Vivo Y400 ফোনের চেয়ে ভালো এবং শক্তিশালী ফোন লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা নতুন টিজার ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া Vivo Y500 ফোনের লঞ্চ টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন দেখানো হয়েছে। এই ইমেজে ফোনটির ফ্ল্যাট রেয়ার প্যানেল, সেন্ট্রালি প্লেস্ড সার্কুলার ক্যামেরা মডিউল এবং ব্লু কালার অপশন দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি লং-লাস্টিং, ডিউরেবল এবং পাওয়ারফুল ফোন হিসাবে প্রমোশন করছে। অর্থাৎ কোম্পানি পারফরমেন্স এবং ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারে। এর ফলে ফোনটি সেইসব ইউজারদের জন্য বিশেষ হয়ে উঠবে, যারা দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যাবহার করেন এবং হেভি পারফরমেন্স করেন।
কোম্পানি জানিয়েছে আপকামিং ফোনটির মধ্যে দিয়ে ইউজাদের সঙ্গে ক্রমাগত কানেক্ট থাকতে এবং তাদের জন্য আরও ভালো অপশন পেশ করতে চাইছে। আপকামিং Vivo Y500 ফোনটিও এই লক্ষের অংশ হতে পারে এবং ফোনটি ইউজারদের ‘পেইন পয়েন্ট’ দূর করার জন্য ডিজাইন করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যের মাধ্যমে মনে করা হচ্ছে ফোনটিতে বড় ব্যাটারি, দারুণ চার্জিং এবং মজবুত বডির মতো ফিচার দেওয়া হতে পারে।
Vivo এর মিড রেঞ্জে Y-সিরিজ ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পারে। কোম্পানির আগের Vivo Y100 এবং Vivo Y200 ফোনগুলির বিপুল সংখ্যক সেল করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আরও একটি শক্তিশালী Vivo Y500 ফোন লঞ্চ করা হতে পারে। এই ফোন বাস্তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী বড় ব্যাটারি এবং বিল্ড কোয়ালিটি থাকলে ফোনটি Oppo এবং Realme ব্র্যান্ডের মিড বাজেট ফোনগুলিকে করা টক্কর দেবে। আগামী দিনে এই ফোনের অন্য ফিচার প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এখনও পর্যন্ত Vivo Y500 ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে টিজারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ইউজার এবং ফ্যানদের “Stay Tuned” থাকতে বলেছে, তাই খুব তাড়াতাড়ি ফোনটি ফিচার এবং দাম সম্পর্কে জানানো হতে পারে।
এখনও পর্যন্ত সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা যায়নি, তবে যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং শক্তিশালী ফোন খুঁজছেন, তাদের জন্য ফোনটি একটি ভালো অপশন হতে পারে। আগামী দিনে এই ফোনটি কেমন হবে সেই সম্পর্কে জানা যাবে। ফোনটির লঞ্চ ডেট এবং ফিচার সম্পর্কে জানার জন্য অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে এই বিষয়ে জানা মাত্রই পোস্টের মাধ্যমে আপডেট করে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।