বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo কোম্পানি সম্প্রতি চীনা বাজারে মিড-রেঞ্জ বিভাগে অনেকগুলি 5G-সাপোর্ট স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার একটি নতুন 4G নেটওয়ার্ক সাপোর্টেড স্মার্টফোন নিয়ে এসেছে, যার মডেল নাম্বার Vivo Y50t ।
Vivo Y50t ফোনের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 7-সিরিজ প্রসেসর, ট্রেন্ডি পাঞ্চ-হোল ডিসপ্লে, 46-মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং 4500mAh-এর শক্তিশালী ব্যাটারি। এদিকে ফোনটির দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার নিচে।
ভিভো ওয়াই৫০টি-এর দাম ১৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৩৫০ টাকার মত। এই দাম ফোনের 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজে ভেরিয়েন্টের। ফোনটিকে গ্রেডিয়েন্ট ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে আনা হয়েছে। ফোনটিকে কবে ভারত সহ গ্লোবাল মার্কেটে আনা হবে তা এখনও জানা যায়নি।
Vivo Y50t ফোন ফিচার : Vivo Y50T ফোনের মধ্যে রয়েছে 8.51 ইঞ্চির IPS LCD ফুল-এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল, 60 হার্টজ রিফ্রেশ রেট, 1500:1 কনট্রাস্ট রেশিও এবং 90.82% স্ক্রিন রেশিও। ফোনটি Android 10-এর উপর ভিত্তি করে Origin OS অপারেটিং সিস্টেমে চলবে।
ভিভো ওয়াই৫০টি ফোনে Snapdragon 720G প্রসেসর বেবহার করা হয়েছে। এতে 4GB RAM এবং 128GB স্টোরেজ কনফিগারেশন রয়েছে। ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৫০টি ফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির পিছনে রয়েছে 48-মেগাপিক্সেল, 2-মেগাপিক্সেল ও 2-মেগাপিক্সেলযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ।
ভিভো ওয়াই৫০টি-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G VoLTE নেটওয়ার্ক, Wi-Fi, ব্লুটুথ, GPS, মাইক্রো USB পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং 3.5mm হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে 4,500 mAh ব্যাটারি রয়েছে, যা 16W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।