
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন কোম্পানি Vivo আবার একটি নতুন Y সিরিজের 5G সাপোর্ট স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। যার মডেল নাম্বার হল Vivo Y54s । এই ফোনের দাম ২০ টাকার কম রাখা হয়েছে।
5G নেটওয়ার্ক কানেক্টিভিটির সাথে আসা এই ফোনটিতে ওয়াটার ড্রপ-স্টাইল ডিসপ্লে নচ, মিডিয়াটেক ডাইমেনশন 600 প্রসেসর, এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া এই ফোনের মধ্যে রয়েছে 128GB স্টোরেজ, 16W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা।
Vivo Y54S এর দাম 1,899 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৬০০ টাকার মত)। ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। ফোনটিকে লেক ব্লু এবং টাইটানিয়াম এম্পটি গ্রে রঙে পাওয়া যাচ্ছে। বর্তমানে, কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে চীনে Vivo Y54S কেনা যাবে। ভারত সহ অন্যান্য দেশে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Vivo Y54S ফোনের মধ্যে রয়েছে 6.51-ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে, যার এস্পেক্ট রেসিও 20:9, 69% স্ক্রিন-টু-বডি, এবং স্ক্রীন রেজুলসন 1,600 পিক্সেল বাই 720 পিক্সেল। ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ভিভো ওয়াই৫৪এস ফোনটি Android 11 ভিত্তিক Origin OS 1.0 কাস্টম স্কিনে চলবে। পারফরমান্সের জন্য এতে Octa-core MediaTek Dimensity 600 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo Y54S ফোনটি 16W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৫৪এস ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার ক্যামেরাগুলি হল 13-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল দেপ্ত সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিকুরিটির জন্য এতে রয়েছে সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
SBC, AAC, LDAC, aptX HD এবং aptX কোডেক সমর্থন সহ এসেছে। এর মধ্যে রয়েছে Bluetooth 5.1 সাপোর্ট, ওয়াইফাই, জিপিএস, 3.5mm অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটির ওজন 188 গ্রাম। এতে রয়েছে অনবোর্ড সেন্সর গ্র্যাভিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ইলেকট্রনিক কম্পাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



