বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo Y100 স্মার্টফোনটি ভারতে 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং অফলাইন রিটেল স্টোর জুড়ে এই ফোনটি সেলের জন্য উপলব্ধ। শীঘ্রই এই সিরিজের আরেকটি নতুন লো বাজেট 5G ফোন Vivo Y56 5G ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে বলে জানা গেছে। একটি নতুন লিক রিপোর্টে Y56 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এই স্মার্টফোনটি 8GB RAM ও MediaTek Dimensity 700 প্রসেসরে লঞ্চ হবে বলে জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Nokia এর নতুন লো বাজেট Nokia G22 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
Vivo Y56 5G স্মার্টফোনের সম্পর্কে সমস্ত তথ্য টিপস্টার Paras Guglani-এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলের ছবি টুইট করে তার সাথে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি সামনে এনেছেন। লিক রিপোর্ট অনুযায়ী এই Vivo ফোনটি MediaTek এর Dimensity 700 চিপসেটে লঞ্চ হবে যা ডুয়াল মোড 5G SA/NSA সাপোর্ট করবে। এই স্মার্টফোনটিতে Android 12 OS দেখা যাবে বলেও জানানো হয়েছে।
বর্তমানে Vivo Y56 5G ফোনটির সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টই সামনে এসেছে, যেখানে বলা হয়েছে এই ফোনে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ থাকবে। লিক রিপোর্ট অনুসারে, এই স্মার্টফোনটি 6.5-ইঞ্চি HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করবে, যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে। ফোনের ব্যাক প্যানেলে একটি 13-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা দেখা যাবে এবং ফ্রন্ট প্যানেলে একটি 5-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি লঞ্চ হবে Oppo Find N2 Flip ফোল্ডেবল স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
8GB RAM + 128GB স্টোরেজ সহ Vivo Y100 5G ফোনটি 24,999 টাকায় সেলের জন্য উপলব্ধ। এই মোবাইলটি 2.4GHz ক্লক স্পিড সহ Android 13 বেসড Funtouch OS 13 সহ MediaTek Dimensity 900 octa-core প্রসেসরে চলে। এই Vivo ফোনটি 8 GB এক্সটেন্ডেড র্যাম টেকনোলজি সাপোর্ট করে।
নিবিড়ের শারীরিক অবস্থার উন্নতি, খুলে দেওয়া হতে পারে ভেন্টিলেটর
Vivo Y100 5G স্মার্টফোনটি 6.38 ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে সাপোর্ট করে যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। ফটোগ্রাফির জন্য Vivo Y100 স্মার্টফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল লেন্স + 2 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প্যানেলে একটি 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি, রইল বিস্তারিত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।