Vivo Y58 5G: দুর্দান্ত ক্যামেরার এ সময়ের সেরা স্মার্টফোন

VIVO Y58

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo Y58 5G এখন সস্তায় পাওয়া যাচ্ছে! ফ্লিপকার্টের OMG Gadgets Sale-এ এই দুর্দান্ত ফোনটি কম দামে কেনার সুযোগ রয়েছে। ৫০MP ক্যামেরা, ১২০Hz ডিসপ্লে এবং শক্তিশালী ৬০০০mAh ব্যাটারির সাথে আসা এই ডিভাইসটির দাম ২০,০০০ টাকারও কম।

VIVO Y58

Vivo Y58 5G এর নতুন দাম ও অফার:

মূল্য: ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹১৭,৪৯৯, তবে সেলে মাত্র ₹১৬,৮৪৮ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্যাঙ্ক অফার:

  • Flipkart Axis Bank Credit Card-এ অতিরিক্ত ₹৮৪৩ ছাড়।
  • IDFC First Bank Credit Card-এ ₹৭৫০ ছাড়।
    EMI সুবিধা: প্রতি মাসে কেবল ₹৫৯৩ কিস্তিতে ফোনটি কেনা যাবে।
    এক্সচেঞ্জ অফার: পুরোনো ফোন বদলে আরও ছাড় পাওয়ার সুযোগ।
    কালার অপশন: সুন্দরবন গ্রিন ও হিমালয়ান ব্লু।

Vivo Y58 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: ৬.৭২” FHD+ LCD, ১২০Hz রিফ্রেশ রেট, ১০২৪ নিটস পিক ব্রাইটনেস।
প্রসেসর: Snapdragon 4 Gen 2, ৮GB ভার্চুয়াল RAM সাপোর্ট।

ক্যামেরা :

  • ৫০MP + ২MP ডুয়েল রিয়ার ক্যামেরা।
  • ৮MP ফ্রন্ট ক্যামেরা।
    ব্যাটারি: ৬০০০mAh, ৪৪W ফাস্ট চার্জিং (৭৩.২৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক)।
    সিকিউরিটি: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
    সফটওয়্যার: Android 14 ভিত্তিক Funtouch OS 14।

Realme P3 Pro: আসছে গ্লো-ইন-দা-ডার্ক ডিজাইনে, লঞ্চের আগেই ফাঁস!

এই সেলে Vivo Y58 5G কিনতে দেরি করবেন না!