বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছিল চীনা সংস্থা ভিভো Vivo Y75 5G নামের একটি নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। সম্প্রতি আসন্ন স্মার্টফোনটিকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে স্পট করা গেছে। গিকবেঞ্চের লিস্টিং থেকে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারা গেছে। আর এখন এই স্মার্টফোনটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইট ও ইন্দোনেশিয়া টেলিকম ডেটাবেস ওয়েবসাইটে দেখা গেছে৷
এর থেকেই অনুমান করা হচ্ছে ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo Y75 5G স্মার্টফোনটি। উল্লেখ্য, গত জুন মাসে Vivo Y75 5G স্মার্টফোনকে গিকবেঞ্চের সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, তবে সেই ফোনের মডেল নম্বর ছিল আলাদা।
মাইস্মার্টপ্রাইসের (MySmartPrice) রিপোর্ট থেকে আসন্ন ভিভো ওয়াই৭৫ ৫জি ফোনটির বিআইএস (BIS) এবং ইন্দোনেশিয়া টেলিকম ডেটাবেসে তালিকাভুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিআইএস সার্টিফিকেশন সাইট ও ইন্দোনেশিয়া টেলিকম ডেটাবেসের সাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। কেবল সামনে এসেছে যে, ভিভো ওয়াই৭৫ ৫জি ফোনের মডেল নম্বর হল V2142।
ছবি ফ্লপ তাই পারিশ্রমিক নেবেন না রণবীর সিং
জানিয়ে রাখি, Vivo Y75 5G ফোনটিকে এমাসের গোড়ার দিকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছিল। এখান থেকে ভিভোর এই নতুন ফোনটির একাধিক লিস্টিং সামনে এসেছে। Vivo Y75 5G এখানে সিঙ্গেল কোর টেস্টে ৫১৫ থেকে ৫৪৪ ও মাল্টি কোর টেস্টে ১,৫৪১ থেকে ১,৬৭৫ স্কোর করেছে।
এছাড়াও, গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে, Vivo Y75 5G ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে ও বাজারে আসতে পারে ৮ জিবি র্যাম সহ।
প্রসঙ্গত, গত জুনেও একবার গিকবেঞ্চের সাইটে স্পট করা গিয়েছিল Vivo Y75 5G স্মার্টফোনটিকে। যদিও সেই সময় V2060 মডেল নম্বর সহ দেখতে পাওয়া যায় ফোনটি। সেই লিস্টিং অনুযায়ী, Vivo V2060 ফোনটি আসতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ ও ৮ জিবি র্যাম সহ। এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৫২৩ ও মাল্টি কোর টেস্টে ১,৭৭১ পয়েন্ট পেয়েছিল। তবে মনে হচ্ছে এই ফোনটি বাজারে আসবে না, অথবা অন্য নামে লঞ্চ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।