লঞ্চ হল Vivo Y77t, জেনে নিন দাম ও ফিচার্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজে একের পর এক ফোন লঞ্চ করেই চলেছে। কোম্পানি গতকালই বাজারে Vivo Y78+ (T1) ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Vivo Y77t ফোনটি পেশ করা হয়েছে। তিনটি কালারে এই ফোনটি 6.64 ইঞ্চির ডিসপ্লে এবং Dimensity 7020 চিপসেট সহ চীনে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y77t এর দাম এবং সেল
কোম্পানি তাদের Vivo Y77t ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Vivo Y77t এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,399 অর্থাৎ প্রায় 16,000 টাকা রাখা হয়েছে।
একইভাবে ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট RMB 1,599 অর্থাৎ প্রায় 18,250 টাকা দামে পেশ করা হয়েছে।
এই ফোনটি ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন কালারে লঞ্চ করা হয়েছে এবং চীনে এই ফোনের সেল শুরুও হয়ে গেছে।

Vivo Y77t এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y77t ফোনটিতে ফুল এইচডি+ রেজলিউশন সহ 6.64 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনে অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 প্রসেসর রয়েছে। এই চিপসেট 6nm ফেব্রিকেশনে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডে কাজ করে।
স্টোরেজ: এতে 12জিবি পর্যন্ত LPDDR4x RAM + 256জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: Vivo Y77t ফোনটিতে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিদু কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
অন্যান্য: এতে ডুয়েল সিম 5G, 4G VoLTE, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, USB টাইপ C, 3.5 এমএম জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 তে কাজ করে।