বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ট্যাবলেট বাজারে প্রবেশ করতে যাচ্ছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভো। নতুন বছরের শুরুতে ভিভো প্যাড নামে নতুন এ ডিভাইস বাজারে আনার কথা রয়েছে। ট্যাবটিতে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের উন্নত প্রসেসরও ব্যবহার করা হতে পারে। খবর গ্যাজেটস নাউ।
ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি নতুন ট্যাবের বেশকিছু তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভিভো প্যাডে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের আকৃতির বিষয়ে কোনো তথ্যা জানা যায়নি। তবে সরু বেজেল থাকায় ব্যবহারকারীরা ফুল স্ক্রিনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ভিভো প্যাডে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ব্যবহার করা হতে পারে। এটি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাসের উন্নত ভার্সন। ভিভোর প্রথম ট্যাবে ৮ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।