বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের Y সিরিজের সংখ্যা বাড়িয়ে চীনে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Vivo Y36c নামে পেশ করেছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট, 5000mAh ব্যাটারি, 12GB RAM এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y36c স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y36c এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y36c স্মার্টফোনটিতে 1612 x720 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.56 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দামে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসিঙের সাহায্যে হেভি গেমিং এবং অন্যান্য অপশনের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: এই ফোনটিতে 12GB RAM এবং 256GB পর্যন্ত ইন্তারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ভার্চুয়াল ফিচারের সহযোগিতায় 12GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। অর্থাৎ মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y36c স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল অটো ফোকাস প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স 10x জুম দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল 2x ডিজিটাল জুম সহ ফ্রন্ট ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y36c স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Vivo Y36c স্মার্টফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং এবং সাইড মাউন্টেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি জন্য ফোনটিতে ডুয়েল সিম 5G, ব্লুটুথ 5.4, ওয়াই-ফাই 5 এর মতো ফিচার যোগ করা হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: Vivo Y36c স্মার্টফোনটির ডায়মেনশন 163.63mm x 75.58mm x 8.53mm এবং ওজন প্রায় 185 গ্রাম।
ওএস: অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 এবং কোম্পানির অরিজিন ওএস 14 সহ কাজ করে।
Vivo Y36c এর দাম
Vivo Y36c স্মার্টফোনটি চীনে চারটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি মুন শ্যাডো ব্ল্যাক, ডিস্টেন্ট গ্রীন মাউন্টেইন এবং লিঙ্গুয়াঙ পার্পল এর মতো চীনটি কালার অপশনে পেশ করা হয়েছে। নীচে টেবিলে এই ফোনটির চারটি মডেলের দাম দেখে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।